রাজ্য সরকারের প্রধান দপ্তর হাওড়ার নবান্নে সশস্ত্র বাহিনীর পুলিশকর্মীর বন্দুক থেকে ছিটকে গেল গুলি। লাগল পুলিশ ছাউনির ছাদে। সামান্য ক্ষতিগ্রস্ত হলো ছাদ। এই ঘটনার জেরে ওই পুলিশকর্মীকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। অসাবধানতাবশত বা গাফিলতির কারণেই এই গুলি ছিটকে যাওয়া কী না, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর স্বাভাবিকভাবেই নবান্নে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ ডিউটি বদল হচ্ছিল। তখন নবান্নের উত্তর গেটের পুলিশ ছাউনি থেকে গুলি চলার শব্দ আসে। কর্তব্যরত সশস্ত্র বাহিনীর শশাঙ্কভূষণ মন্ডল (সিপাই নম্বর ৪০৭)-এর সার্ভিস রাইফেল থেকে গুলি বেরিয়েছে বলে পুলিশ সূত্রে খবর। গুলির আওয়াজে নবান্নের কর্মীরা বাইরে বেরিয়ে আসেন। ঘটনাস্থলে ছুটে আসেন উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা।
জানা গিয়েছে, পুলিশ স্বতঃপ্রণোদিত ভাবে একটি মামলা রুজু করেছে। ওই পুলিশ কর্মীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নবান্নের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। আদৌ কী অবস্থায় বন্দুক থেকে গুলি বেরিয়ে এসেছে তা সিসিটিভি ফুটেজে ধরা পড়বে বলে মনে করছে পুলিশ। জানা গিয়েছে, ডিউটি বদলের সময় সার্ভিস রিভলভারে গুলি ভরার সময় ঘটনাটি ঘটেছে। অসতর্কতার জন্যই এই ঘটনা ঘটেছে বলে মনে করছে পুলিশের একাংশ।
রাজ্য প্রশাসনের সদর দপ্তর নবান্নে মুখ্যমন্ত্রী সহ বেশ কয়েকজন মন্ত্রী বসেন। বসেন উচ্চপদস্থ আমলারাও। ২৪ ঘণ্টা কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকে নবান্নে। নবান্নের ভিতরে, ভবনের বাইরে ও আশেপাশের রাস্তায় সবসময়ই নিরাপত্তা কর্মীরা সতর্ক থাকেন। তার মধ্যে একেবারে ভরদুপুরে নবান্নের উত্তর গেটের পুলিশ ছাউনিতে সার্ভিস রিভলভার থেকে গুলি ছিটকে বেরনোয় নবান্নের ব্যবস্থা নিয়ে বড়সড় প্রশ্ন দেখা দিয়েছে।