Advertisment

CPIM: মমতার পাড়ায় সাংঘাতিক কাণ্ড! মীনাক্ষী-সায়রারা ঢুকতেই ছুটে এল পুলিশ, তারপর?

Lok Sabha Election 2024: শেষ দফার ভোটের প্রচার জোরকদমে চলছে। রবিবার সকালে দক্ষিণ কলকাতা কেন্দ্রের সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিম নির্বাচনী প্রতারে বেরিয়েছিলেন। তাঁর সঙ্গে ছিলেন সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়-সহ অন্যান্য বাম নেতৃবৃন্দ ও বহু কর্মী-সমর্থকেরা।

author-image
IE Bangla Web Desk
New Update
Police stopped rally of CPM Minakshi mukherjee Saira Shah Halim in Mamata Banerjees neighborhood

Lok Sabha Election 2024: বাঁদিকে সায়রা শাহ হালিম ও ডানদিকে মীনাক্ষী মুখোপাধ্যায়।

Lok Sabha Election 2024-CPIM: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ায় হূলস্থূল কাণ্ড! রবিবার সকালে ওই এলাকায় প্রচারে গিয়েছিলেন দক্ষিণ কলকাতা কেন্দ্রের সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিম। তাঁর সঙ্গেই ছিলেন বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়-সহ সিপিএমের বহু নেতা, কর্মী ও সমর্থকেরা। হরিশ চ্যাটার্জী স্ট্রিটে এদিন সিপিএমের প্রচারে বাধা পুলিশের। তুমুল বচসা-হাতাহাতি।

Advertisment

এদিন সকালে কালীঘাট চত্বরের হরিশ চ্যাটার্জী স্ট্রিটে প্রচার মিছিল নিয়ে গিয়েছিলেন বামেরা। সেই মিছিলে ছিলেন দক্ষিণ কলকাতা কেন্দ্রের বাম প্রার্থী সায়রা শাহ হালিম, ছিলেন সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় সহ প্রচুর বাম কর্মী-সমর্থকেরা।

আরও পড়ুন- Cyclone Remal Update: অবিশ্বাস্যভাবে বদলাল ল্যান্ডফলের জায়গা! সমুদ্রে অতি মারাত্মক শক্তি বৃদ্ধি রেমালের! তছনছ হবে কলকাতা?

মিছিল হরিশ চ্যাটার্জী স্ট্রিটে ঢুকতেই রাস্তায় ব্যারিকেড করে আটকে দেয় পুলিশ। ওই এলাকায় ১৪৪ ধারা জারি থাকার কথা জানানো হয় বাম নেতৃবৃন্দকে। ব্যারিকেড সরিয়ে এগোতে গেলেই পুলিশের সঙ্গে বাম সমর্থকদের তুমুল বচসা শুরু হয়ে যায়। ক্রমেই সেই বসচা রূপ নেয় হাতাহাতির।

আরও পড়ুন- Cyclone Remal Update: রাক্ষুসে শক্তি নিয়ে ধেয়ে আসছে রেমাল! দিঘায় নজিরবিহীন তৎপরতা প্রশাসনের!

এদিন পুলিশের আচরণ নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছে সায়রা শাহ হালিমকে। তিনি বলেন," ভোটারদের সঙ্গে কথা বলতে গিয়েছিলাম। পুলিশ গুণ্ডাদের মতো আচরণ করেছে।" সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ও পুলিশের এই আচরণের তুমুল সমালোচনা করেছেন। পুলিশ দলদাসের মতো আচরণ করছে বলে তোপ দেগেছেন তিনি।

tmc Mamata Banerjee CPIM loksabha election 2024
Advertisment