Advertisment

Maldah: ভোট পরবর্তী হিংসা অব্যাহত মালদায়, কংগ্রেস কর্মীকে খুনের চেষ্টা, কাঠগড়ায় তৃণমূল

Post Poll Violence: মালদা জেলায় ভোট পরবর্তী রাজনৈতিক হিংসা অব্যাহত। মালদার মানিকচকের পর এবার বৈষ্ণবনগর। মালদার বৈষ্ণবনগরের জানুটোলা এলাকায় এক কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুন করার চেষ্টার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।

IE Bangla Web Desk এবং Subhamay Mandal
New Update
Post Poll Violence

এক কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুন করার চেষ্টার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।

Post Poll Violence: মালদা জেলায় ভোট পরবর্তী রাজনৈতিক হিংসা অব্যাহত। মালদার মানিকচকের পর এবার বৈষ্ণবনগর। মালদার বৈষ্ণবনগরের জানুটোলা এলাকায় এক কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুন করার চেষ্টার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।

Advertisment

আহত কংগ্রেস কর্মী আশঙ্কাজনক অবস্থায় মালদা শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থামার অন্তর্গত গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ।

জানা গিয়েছে,আহতর নাম অরুণ মণ্ডল। কংগ্রেস কর্মী বলে এলাকায় পরিচিত। রাত্রিবেলা গ্রামের মধ্যে দলবল নিয়ে লাঠি ও রড দিয়ে বেধড়ক মারধর করে খুন করার চেষ্টা অভিযোগ উঠেছে। কালিয়াচক তিন নাম্বার পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামী তরুণ ঘোষের বিরুদ্ধে। আহতর পরিবারের পক্ষ থেকে বৈষ্ণবনগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

পরিবারের অভিযোগ রাত্রিবেলা এলাকায় একটি অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠান থেকে বাড়িতে ফিরছিলেন অরুণ। সেই সময়ে তৃণমূল নেতা তরুণ ঘোষ দলবল নিয়ে তাঁর পথ আটকায় ও তাঁকে বেধড়ক মারধর করে খুনের চেষ্টা করেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন Suvendu Adhikari: আক্রান্তদের নিয়ে রাজভবনে ঢুকতে বাধা, মমতাকে ‘ফ্যাসিস্ট’ তোপ শুভেন্দুর

কংগ্রেসের প্রাক্তন বিধায়ক মুত্তাকিন আলম বলেন, নির্বাচনে মালদা দক্ষিণ কেন্দ্রে পরাজিত হয়ে তৃণমূল সন্ত্রাস সৃষ্টি করেছে। মানিকচকে যেভাবে কংগ্রেস কর্মীকে খুন করেছে একই কায়দায় বৈষ্ণবনগরেও সন্ত্রাস সৃষ্টি করেছে।

জেলা তৃণমুলের মুখপাত্র আশিস কুণ্ডু বলেন, গ্রাম্য বিবাদের জেরে এই ঘটনা। তিনি বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত দুষ্কৃতী। ফলে সমাজের মানুষ তাঁকে তাড়া করেছে। অকারণে রাজনৈতিক রং দেওয়া হচ্ছে।

CONGRESS Post Poll Violence in Bengal West Bengal tmc
Advertisment