Advertisment

BJP Worker Killed: ভোট পরবর্তী খুনে গভীর ষড়যন্ত্রের আঁচ, পুলিশের ভূমিকা নিয়েই প্রশ্ন তুললেন খোদ বিজেপি প্রার্থী

Post Poll Violence in Bengal: লোকসভা নির্বাচন মিটতেই বাংলার দিকে দিকে হিংসার ছবি সামনে এসেছে। গতকাল ভোটের শেষ পর্ব থেকে অশান্তির খবর আসতে শুরু করে। গতকাল সপ্তম তথা শেষ পর্বের লোকসভা নির্বাচনের দিনেও ভাঙড়, সন্দেশখালি, বরানগরের বিভিন্ন এলাকায় অশান্তি-গন্ডগোল হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Post Poll Violence in bengal BJP Worker Killed Nadia Kaliganj

কালীগঞ্জে মৃত বিজেপি কর্মী হাফিজুলের পরিবারের সাথে দেখা করতে গেলেন কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী শ্রীমতী অমৃতা রায়।

BJP Worker Killed: ভোট পরবর্তী হিংসা বাংলার দিকে-দিকে। সপ্তম দফার লোকসভা ভোট মিটতেই সন্ত্রাসের ছবি উঠে আসছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। ভোট মিটতেই গতরাতে নদিয়ার কালীগঞ্জে এক বিজেপি কর্মীকে খুনের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।

Advertisment

শনিবার রাতে নদিয়ার কালীগঞ্জের চাঁদপুর জামতলা বাসস্ট্যান্ডের কাছে একটি দোকানে বসেছিলেন হাফিজুল শেখ নামে এক যুবক। হাফিজুল এলাকার বিজেপি কর্মী বলে পরিচিত ছিলেন। সেই সময়ে সেখানে বাইকে চেপে কয়েকজন দুষ্কৃতী আসে। হাফিজুল শেখকে লক্ষ্য করে পরপর কয়েকটি গুলি চালায় তারা। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ওই যুবক। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

এদিকে, নৃশংস এই খুনের ঘটনায় তৃণমূলকেই দায়ী করেছে বিজেপি। রাজনৈতিকভাবে বিজেপির মোকাবিলা করতে না পারায় এভাবে রাজ্যের শাসকদল হিংসার আশ্রয় নিচ্ছে বলে অভিযোগ গেরুয়া শিবিরের। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।। এই খুনের ঘটনায় শুরু হয়েছে তদন্ত। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে বিজেপি।

আরও পড়ুন- Kolkata Weather Today: সময়ের আগেই বর্ষা! কোন কোন জেলায় তুলকালাম বৃষ্টির তুফানি পূর্বাভাস?

অন্যদিকে ভোট পরবর্তী হিংসা চলছে সন্দেশখালির বিভিন্ন প্রান্তে। সন্দেশখালির রাজবাড়ি-সহ বেশ কিছু জায়গায় রবিবার সকাল ১০ টা থেকে ১৪৪ ধারা জারি করেছে বসিরহাট জেলা পুলিশ প্রশাসন।

আরও পড়ুন- West Bengal 42 seats Exit Poll: বাংলায় ইতিহাস লিখবে BJP? নাকি অকল্পনীয় ফল তৃণমূলের? সমীক্ষায় কোথায় বাম-কংগ্রেস?

বাংলায় ভোট পরবর্তী হিংসার খবর আসতে শুরু করতেই কড়া পদক্ষেপ করেছে জাতীয় নির্বাচন কমিশনও। পশ্চিমবঙ্গ থেকে এখনই সমস্ত কেন্দ্রীয় বাহিনী সরিয়ে নেওয়া হচ্ছে না বলে জানিয়ে দেওয়া হয়েছে কমিশনের তরফে।

এদিকে কালীগঞ্জে মৃত বিজেপি কর্মী হাফিজুলের পরিবারের সঙ্গে দেখা করতে যান কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী শ্রীমতী অমৃতা রায়। তিনি গোটা ঘটনা প্রসঙ্গে বলেছে, " তৃণমূল সন্ত্রাস সৃষ্টি করতে ভয় দেখাতেই এই ধরণের ঘটনা ঘটাচ্ছে। আমরা গোটা বিষয়টি শুনেছি। এই নিয়ে উর্ধ্বতন নেতৃত্বের সঙ্গে কথা বলব। হাফিজুল ২-১ মাস আগেই বিজেপিতে যোগ দিয়েছে। তার যে এই পরিণতি হবে তা আমি ভাবিনি। ওরা নিজেরা ভয় পাচ্ছে বলেই এই ধরণের কাণ্ড ঘটাচ্ছে। এটা প্ল্যান করে করা হয়েছে" । গোটা ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্নও তুলেছেন তিনি।

Murder Post Poll Violence in Bengal tmc bjp loksabha election 2024
Advertisment