মাত্র ২ মাসেই কোটি-কোটি টাকার লেনদেন হয়েছে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে। নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার প্রাক্তন আপ্ত সহায়ক প্রবীর কয়ালের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঘেঁটে এই তথ্য পেয়েছে সিবিআই। সেব্যাপারে বিশদে জিজ্ঞাসাবাদ করতে সোমবার ডেকে পাঠানো হয়েছিল তাঁকে। তলব পেয়ে এদিন হাজিরও দেন প্রবীর। এরই পাশাপাশি এদিনই গরু পাচার মামলায় বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ এক চালকল মালিককেও নিজাম প্যালেসে তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির পাহাড় প্রমাণ অভিযোগ উঠেছে। সেই অভিযোগের ভিত্তিতেই আদালতের নির্দেশে তদন্ত করছে সিবিআই-ইডি।নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই স্ক্যানারে রয়েছেন তেহট্টের তণমূল বিধায়ক তাপস সাহা। ইতিমধ্যেই তাঁর বাড়িতে তল্লাশিও চালানো হয়েছে। যদিও এখনও তাকেঁ গ্রেফতার করেনি কেন্দ্রীয় সংস্থা। সোমবার তাপস সাহার প্রাক্তন আপ্ত সহায়ক প্রবীর কয়ালকে নিজাম প্যালেসে তলব করা হয়েছিল।
আরও পড়ুন- ছাড় পায়নি মেয়েও! সুকন্যার গ্রেফতারিতে এই প্রথম মুখ খুলে কী বললেন অনুব্রত?
সূত্রের দাবি, তাপস সাহার প্রাক্তন আপ্ত সহায়কের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঘেঁটে রীতমতো তাজ্জব বনে গিয়েছেন তদন্তকারীরা। ২০১৬ সাল থকে ২০২২ সাল পর্যন্ত প্রবীর কয়ালের ব্যাঙ্ক অ্যাকউন্ট মারফত হওয়া বিপুল অঙ্কের টাকার লেনদেন প্রসঙ্গেই তাঁকে জিজ্ঞাসাবাদ গোয়েন্দাদের।