স্থায়ী প্রধান বিচারপতি পেল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি হচ্ছেন প্রকাশ শ্রীবাস্তব। মধ্যপ্রদেশ হাইকোর্টের অন্যতম সিনিয়ার বিচারপতি হিসাবে এতদিন দায়িত্ব সামলেছেন তিনি। কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত বিচারপতি হিসাবে এ পর্যন্ত কাজ চালাচ্ছিলেন বিচারপতি রাজেশ বিন্দাল। তাঁকে এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতির পদে নিয়োগের সুপারিশ করেছে সুপ্রিম কোর্টের কলেজিয়াম।
জানা গিয়েছে যে, ২০২৩ সালের ৩০ মার্চ অবসর নেবেন বিচারপতি শ্রীবাস্তব। ততদিন তিনি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে থাকতে পারেন।
কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত বিচারপতি কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত বিচারপতি রাজেশ বিন্দালকে এলাহাবাদ হাইকোর্টে বদলি করা হতে পারে, এ দিন সকালেই সেই খবর করে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। শেষ পর্যন্ত কলেজিয়ামের এই সুপারিশেই সিলমোহর দিতে পারেন প্রধান বিচারপতি রামানা-সহ অন্যান্য সদস্যরা।
চলতি বছর এপ্রিলের ২৯ তারিখ বিচারপতি বিন্দাল কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্বগ্রহণের পর থেকেই আদালতের নানা কাজকর্ম নিয়ে বিতর্ক, অভিযোগ উঠতে থাকে। নারদ মামলায় কলকাতা হাইকোর্টের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিচারপতি অরিন্দম সিনহা। এই মামলায় সিবিআইয়ের আবেদন মেনে মামলা স্থানান্তরের প্রক্রিয়ার মধ্যে হাইকোর্ট নিজস্ব ক্ষমতা প্রয়োগ করে স্বতঃপ্রণোদিত হয়ে কী ভাবে নিম্ন আদালতের রায়ে স্থগিতাদেশ জারি করল? ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বিন্দালের কাছে চিঠি লিথে তা জানতে চান বিচারপতি সিনহা।
এছাড়া, ভোট পরবর্তী হিংসা মামলা সহ নানা মামলায় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির পর্যবেক্ষণ নিয়েও প্রশ্ন উঠছিল। এমনকী বিচারপতি বিন্দাল নান জানিয়েই মামলার এজলাস বদল করতেন বলেও অভিযোগ। তাঁর বিরুদ্ধে অসন্তোষ দেখিয়েছিল কলাকাত হাইকোর্টের আইনজীবীদের একাংশ। শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত বিচারপতিকে বদলি করা হচ্ছে। স্থায়ী প্রধান বিচারপতি পাচ্ছে কলকাতা হাইকোর্ট।
Read in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন