/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/06/Abhijit-Mukherjee.jpg)
Abhijit Mukherjee: প্রণব মুখোপাধ্যায়ের ছেলে অভিজিৎ মুখোপাধ্যায়।
Abhijit Mukherjee-Congress: ঢের হয়েছে আর তৃণমূলে নয়! ফের একবার কংগ্রেসে ফিরতে চান বনাম পুত্র অভিজিৎ অভিজিৎ মুখোপাধ্যায়। কোনও রাখঢাক না রেখেই তিনি জানিয়েছেন, কংগ্রেস হাইকম্যান্ড তাঁকে সুযোগ দিলে আবারও কংগ্রেসে এসে কাজ করতে চান তিনি।
২০২১ সালে কংগ্রেস ছেড়ে তৃণমূলে গিয়েছিলেন জঙ্গিপুরের প্রাক্তন সাংসদ তথা প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়। ২০১৪ সালে কংগ্রেসের টিকিটে তিনি প্রথমবার সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন জঙ্গিপুর থেকে। তবে ২০১৯-এর লোকসভা নির্বাচনে জঙ্গিপুরের তৃণমূল প্রার্থীর কাছে তিনি পরাজিত হন।
২০২১ সালে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন প্রণব মুখোপাধ্যায়ের পুত্র। তৃণমূলে যোগ দিলেও তাঁকে সেভাবে ব্যবহার করেনি জোড়াফুল। তৃণমূলে যাওয়ার পর থেকে খানিকটা নিষ্ক্রিয়ই ছিলেন অভিজিৎ মুখোপাধ্যায়। সেভাবে বড় কোনও সভা-সমাবেশে গত ২-৩ বছরে তাঁর দেখা মেলেনি। লোকসভা নির্বাচনের পরপরই ফের একবার পুরনো দলে ফিরতে চান অভিজিৎ মুখোপাধ্যায়।
ইতিমধ্যেই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের সঙ্গে তিনি কথা বলেছেন। পরে তিনি জানিয়েছেন, কংগ্রেস হাইকম্যান্ড তাঁকে সুযোগ দিলে তিনি আবারও পুরোদস্তুর কংগ্রেসের সঙ্গে যুক্ত হতে রাজি আছেন। গত কয়েক বছরে একের পর এক দুর্নীতির সঙ্গে তৃণমূল নেতা-মন্ত্রীদের নাম জড়িয়েছে। তাঁর জোড়াফুল ত্যাগের ইচ্ছার পিছনে এটি একটি বড় কারণ বলে জানিয়েছেন অভিজিৎ মুখোপাধ্যায়।
আরও পড়ুন- Skeleton: রাস্তার কাজের সময় হাড়হিম ঘটনা! মাথার খুলি, হাড়গোড় উদ্ধারে তোলপাড়!