Advertisment

Rahool-Federation Conflict: মুখ্যমন্ত্রী আসরে নামতেই তালগোল পাকানো জট নিমেষে আলগা! বুধেই ছন্দে টলিপাড়া?

Federation-Director's Conflict: এর আগে সোমবার দুপুরে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে বৈঠক করেছিলেন টলিউডের তাবড় পরিচালক, প্রযোজক এবং অভিনেতারা। টলিপাড়ায় এই অচলাবস্থার জন্য নিয়ম-নীতিকেই কাঠগড়ায় তুলেছিলেন তাঁরা। সেই বৈঠকেও টেকনিশিয়ানদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজার কথা শোনা গিয়েছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেবদের মুখে।

author-image
IE Bangla Web Desk
New Update
prasenjit, dev, goutam ghosh, arup biswas meet with mamata banerjee at nabanna, টলাগিঞ্জ, রাহুল মুখার্জি, মমতা ব্যানার্জি, দেব, প্রসেনজিৎ, নবান্ন

বাঁদিক থেকে মন্ত্রী অরূপ বিশ্বাস, পরিচালক গৌথম ঘোষ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও সাংসদ-অভিনেতা দেব।

Rahool-Federation Conflict-Mamata Banerjee: টলিপাড়ার জট কাটাতে ফের একবার আসরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দেব (Deb), প্রসেনজিৎ, গৌতম ঘোষদের নিয়ে বৈঠক রাজ্যের প্রশাসনিক প্রধানের। গুরুত্বপূর্ণ সেই বৈঠকে ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাসও। এই বৈঠকের পর অভিনেতা-সাংসদ দেব নিজের X হ্যান্ডলে মমতা বন্দ্যোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, গৌতম ঘোষ, অরূপ বিশ্বাসদের নিয়ে একটি ছবি পোস্ট করেছেন। তিনি লিখেছেন, "আশা করি সন্ধের মধ্যেই সমাধান হয়ে যাবে।"

Advertisment

স্তব্ধ টলি পাড়া। টেকনিশিয়ানদের একটানা কর্মবিরতিতে শিকেয় স্টুডিও পাড়ার কাজ। একদিকে পরিচালক-প্রযোজক এবং অন্যদিকে ফেডারেশন-টেকনিশিয়ানদের দ্বন্দ্বে কাজ বন্ধ স্টুডিও পাড়ায়। টানা কয়েকদিন ধরে রফা সূত্র খোঁজার চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে গৌতম ঘোষ-সহ টলিপাড়ার বিশিষ্ট ব্যক্তিত্বরা। কিন্তু কিছুতেই কাটছে না জট।

এর আগে গতকাল অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে বৈঠকে বসেছিলেন পরিচালকেরা। পরে টালিগঞ্জের টেকনিশিয়ান স্টুডিওতে সাংবাদিক বৈঠক করে ফেডারেশন। বারবার আলোচনার মাধ্যমেই জট কাটানোর চেষ্টা করতে থাকেন কৌশিক গঙ্গোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়, অরিন্দম শীল, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, রাজ চক্রবর্তীদের মতো পরিচালকেরা।

আরও পড়ুন- Anubrata Mondal: গরু পাচার মামলায় অনুব্রতর জামিন সুপ্রিম কোর্টে, কিন্তু তিহাড়েই থাকতে হচ্ছে তাঁকে

তবে এতেও জট না কাটায় শেষমেষ আসরে নামতে হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, গৌতম ঘোষদের নিয়ে বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠক নিয়ে অভিনেতা-প্রযোজক দেব এক্স হ্যান্ডলে লিখেছেন, ধন্যবাদ দিদি। আশা করছি সন্ধ্যার মধ্যে সব সমাধান হয়ে যাবে। আগামীকাল থেকে আবার শুটিং শুরু করব। সব টেকনিশিয়ান, প্রযোজক, পরিচালক এবং চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত সবাইকে ধন্যবাদ।"

আরও পড়ুন- Kolkata Metro: মেট্রোযাত্রীদের জন্য বাম্পার আনন্দের খবর! পাতালপথে যাত্রা এবার জমে ক্ষীর!

মঙ্গলবার নবান্নে (Nabanna) এই বৈঠকের পরেই টলিপাড়ায় কাজ শুরুর একটা জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। দ্বিধা-দ্বন্দ্ব কাটিয়ে তবে কি বুধবার থেকেই ছন্দে ফিরতে শুরু করবে টালিগঞ্জ স্টুডিও পাড়া? উত্তরটা সময়ই বলবে।

Prasenjit Chatterjee tollywood Dev tollywood news Mamata Banerjee Rahool Mukherjee
Advertisment