প্রশান্ত কিশোরের উপর হামলার ছক কষা হচ্ছে? গোয়েন্দাদের কাছে এমন খবরই মিলেছে বলে জানা গিয়েছে। আর সে কারণেই ভোটকুশলী পিকের নিরাপত্তা নিয়ে বড়সড় পদক্ষেপ করল মমতা সরকার। এবার থেকে প্রশান্ত কিশোরকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দিতে চলেছে রাজ্য সরকার, সূত্র মারফৎ এমনটাই জানা গিয়েছে।
উল্লেখ্য, উনিশের লোকসভা নির্বাচনে বাংলায় ধাক্কা খাওয়ার পর প্রশান্ত কিশোরের শরণাপন্ন হয়েছে মমতার দল। একুশের বিধানসভা নির্বাচনের আগে বঙ্গ রাজনীতিতে পিকের উল্লেখযোগ্য ভূমিকা থাকছে, এই আবহে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেই প্রশান্ত কিশোরের নিরাপত্তায় এমন পদক্ষেপ বলে সূত্রের খবর।
আরও পড়ুন: ‘পিকে মমতার মাসতুতো ভাই’
প্রসঙ্গত, উনিশের লোকসভা নির্বাচনে ১৮টি আসন জিতে একুশের বিধানসভা নির্বাচনে বাংলার কুর্সি দখলে ঝাঁপিয়ে পড়েছে গেরুয়াবাহিনী। এদিকে, উনিশের ‘ধাক্কা’ সামলে একুশে ঘুরে দাঁড়িয়ে নিজের জমি ধরে রাখতে মরিয়া মমতা বাহিনী। উনিশের নির্বাচনে বিপর্যয়ের পরই একদা মোদী-শাহের ভোটগুরু প্রশান্ত কিশোরের শরণাপন্ন হয়েছেন তৃণমূল সুপ্রিমো। একুশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে পিকের কৌশলেই এগোচ্ছে মমতার দল, এমনটাই পর্যবেক্ষণ রাজনৈতিক মহলের একাংশের। প্রশান্ত কিশোরের কৌশলেই ‘দিদিকে বলো’র মতো জনসংযোগ কর্মসূচিতে জোড়াফুল শিবির ঝাঁপিয়ে পড়েছে বলে মত রাজনীতির কারবারিদের একাংশের। এমনকি গত বছরের শেষে রাজ্যের তিন বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের জয়ের হ্যাটট্রিকের নেপথ্যেও পিকের বিশেষ ভূমিকা রয়েছে বলে মনে করেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। এই প্রেক্ষাপটে দিল্লি ভোটের ফলের পর একুশের বিধানসভা নির্বাচনের আগে পিকেকে জেড ক্যাটাগরির নিরাপত্তা প্রদানের সিদ্ধান্ত উল্লেখযোগ্য বলে মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন