করোনা আক্রান্ত হয়ে সোমবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। কিন্তু এরপর থেকে ক্রমশ শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। বীরভূমের ভূমিপুত্রের আরোগ্য কামনায় তাই মঙ্গলবার জন্মাষ্টমীর দিন থেকেই ৭২ ঘন্টার যজ্ঞ শুরু করলেন কীর্ণাহারের বাসিন্দা এবং প্রণবের পরিবারবর্গ।
দেশের প্রাক্তন রাষ্ট্রপতির থেকেও প্রণব মুখোপাধ্যায় তাঁদের ঘরের ছেলে। ভারতের প্রশাসনিক সর্বোচ পদে আসীন থেকেও প্রতি বছর দুর্গাপুজোয় পৈতৃক ভিটেতে আসতেন প্রাক্তন রাষ্ট্রপতি। 'ঘরের ছেলে'র অসুস্থতার কথা শুনে তাই আর দেরি করেনি কীর্ণাহারের মানুষ। জন্মভিটে মিরিটি গ্রামেও পুজো-অর্চ্চনার ব্যবস্থা করেন তাঁরা।
বুধবার এক বিবৃতিতে দিল্লির আর্মি হসপিটাল রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালের তরফে বলা হয়েছে, প্রণব মুখোপাধ্যায় করোনা পজিটিভ। তাঁর শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হয়েছে। জমাট রক্ত সরাতে মাথায় অস্ত্রোপচার করা হলেও প্রাক্তন রাষ্ট্রপতির কোনও উন্নতির লক্ষণ দেখা যায়নি। সংকটজনক অবস্থায় ভেন্টিলেশনে রয়েছেন ৮৪ বছরের প্রাক্তন রাষ্ট্রপতিকে। তবে আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল, এমনটাই জানিয়েছেন পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়।
প্রণব মুখোপাধ্যায়ের বন্ধু রবি চট্টরাজ বলেন, "আমরা ওঁর ছেলের সঙ্গে এই বিষয়ে কথা বলি। এরপর বীরভূমের প্রসিদ্ধ পাঁচটি মন্দিরেও পুজো দেওয়া হবে।"
Read the story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন