Wedding Photoshoot: প্রি ওয়েডিং ফটোশুট এখন সত্যিই একটি ট্রেন্ড। এরাজ্যেও এই ট্রেন্ড লক্ষ্য করা যায়। বিয়ের আগের এমন একটি মুহূর্তকে প্রাণবন্ত করে তুলতে ইতিমধ্যেই বহু বাঙালি যুগলও ভিড় জমাচ্ছে রাজ্যের এই অপূর্ব প্রান্তে। এখানে ফটো তোলার ক্ষেত্রে তেমন একটা ঝুট-ঝামেলা পোহাতে হয় না। স্থানীয়রা বেশ সার্পোটিভ। তাই তো রাজ্য তথা দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশিদের কানেও পৌঁছে গিয়েছে বাংলার অনিন্দ্যসুন্দর এই প্রান্তের কথা। বিদেশিরাও এখন তাঁদের বিয়ের আগের ফটোশুটের জন্য বাংলার এই অপরূপ প্রান্তকে বেছে নিচ্ছেন।
Wedding Photoshoot: প্রি-ওয়েডিং ফোটোশ্যুট (Pre Wedding Photoshoot) বর্তমানে ট্রেন্ড। অনেকেই বিয়ের আগের মুহূর্তকে ফ্রেমবন্দি করে রাখতে খরচ করেন কাঁড়ি-কাঁড়ি টাকা। ফটোশ্যুটের (Photoshoot) জন্য বেছে নেওয়া হয় কোনও দৃষ্টিনন্দন স্থান বা কোনও স্থাপত্যকে। একইভাবে ওয়েডিং ফোটোশ্যুটের জন্যও চিত্তাকর্ষক জায়গার খোঁজ চলে। এবার ওয়েডিং ফোটোশ্যুটের জন্য এক জার্মান (Germany ) যুগল বেছে নিয়েছেন এই বাংলারই অসাধারণ এই প্রান্তকে। সুদূর জার্মানিতে বসেই বাংলার অপরূপ এই প্রান্তটির হদিশ তাঁরা পেয়েছিলেন। তাই আর সময় নষ্ট না করে ঝটপট তাঁরা পাড়ি জমিয়েছেন 'বঙ্গদেশে'।
উত্তরবঙ্গের (North Bengal) রাজার শহরের অন্যতম স্থাপত্য কোচবিহার রাজবাড়ি (Cooch Behar Rajbari)। একসময় এখানে এধরনের ছবি তোলার ক্ষেত্রে নানা বিধি-নিষেধ ছিল। তবে এখন কোনও বিধিনিষেধ না থাকায় ‘কাপল’-দের অন্যতম প্রিয় ঠিকানা হয়ে উঠেছে রাজবাড়ি। সেই বিধিনিষেধ উঠে যাওয়ায় সুদূর জার্মানির বাসিন্দা এডুয়ার্ড গোটউইক তাঁর ওয়েডিং শ্যুট করেছেন রাজবাড়িতে (Rajbari)। যার ভিডিও ও ছবি সোশ্যাল মিডিয়ায় (Social Media) রীতিমতো ভাইরাল। রাজ ঐতিহ্যের সঙ্গে সুদর্শন রাজবাড়িকে ব্যাকগ্রাউন্ডে রেখে ছবি তুলতে পছন্দ করছেন ফটোগ্রাফাররাও (Photographers)।
কোচবিহার (Cooch Behar) তথা উত্তরবঙ্গবাসীর কাছে অত্যন্ত আবেগের জায়গা কোচবিহার রাজবাড়ি। ডুয়ার্স (Dooars) ভ্রমণে এলে পর্যটকদের (Tourists) একবার ঢুঁ মারা চাইই চাই কোচবিহার রাজবাড়িতে। ছবি তোলার জন্য রাজবাড়ি একটি পছন্দের জায়গা। বিয়ের অ্যালবামে রাজবাড়িকে ধরে রাখতে প্রি-ওয়েডিং শ্যুট করতে ছুটে যান হবু দম্পতিরা।
তবে এবার সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিকস্তরের ওয়েডিং শ্যুটের জায়গা হিসেবে বাছা হচ্ছে এই রাজবাড়িকে। ফলে প্রি-ওয়েডিং কিংবা ওয়েডিং শ্যুটের জন্য ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে কোচবিহারের রাজবাড়ি। জার্মানির বাসিন্দা এডুয়ার্ড গোটউইক ও তাঁর স্ত্রী ঋতুপর্ণা গোটউইক সম্প্রতি কোচবিহারে এসেছিলেন।
আরও পড়ুন- Premium: একচিলতে কচুরির দোকানেই শুরু স্বপ্নবোনার পালা, M.A পড়ুয়া মৌমিতার লড়াই চমকে দেবে
ঋতুপর্ণা বিবাহসূত্রে জার্মানির বাসিন্দা হলেও তিনি কোচবিহারের মেয়ে। জার্মানিতে বিয়ে (Wedding) সম্পন্ন করে কোচবিহারে শ্বশুরবাড়িতে এসেছিলেন এডুয়ার্ড। এখানেও বিয়ের অনুষ্ঠান হয়। তারই মাঝে কোচবিহারের ঐতিহ্যবাহী রাজবাড়িতে ওয়েডিং শ্যুট করেছেন তাঁরা। ফটোগ্রাফার ছিলেন কোচবিহারের বাসিন্দা গোবিন্দ মজুমদার। তাঁর সৌজন্যেই ইতিমধ্যে তাঁদের সেই ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। জার্মান দম্পতি এডুয়ার্ড গোটউইক ও ঋতুপর্ণা গোটউইক জানিয়েছেন, বিয়ের অনুষ্ঠানের জন্য তাঁরা কোচবিহারে এসেছিলেন। তখনই রাজবাড়িতে এসে বিয়ের ভিডিও ও ছবি তুলেছেন।
আরও পড়ুন- Abhishek Banerjee: জল্পনার মাঝেই তাক লাগালেন অভিষেক! তড়িঘড়ি দিল্লি থেকে ফিরে গন্তব্য কোথায়?
এবারই প্রথম রাজবাড়ি দেখলেন এডুয়ার্ড। তাঁর কথায়, "স্ত্রীর কাছে বহুবার শুনেছি কোচবিহার রাজবাড়ির কথা। ছবিতেও দেখেছি রাজবাড়ি। ইচ্ছে ছিল এই সুন্দর স্থাপত্যকে চাক্ষুষ প্রত্যক্ষ করতে। তাই ওয়েডিং শ্যুটের জন্য কোচবিহার রাজবাড়িকেই বেছে নিয়েছি। আমি এমন প্রাচীন স্থাপত্য দেখে মুগ্ধ।"