Advertisment

দুই বাংলার শিল্পভাবনার অনন্য মেলবন্ধন, থিম ভাবনা থেকে প্রতিমা...রয়েছে চমকের ছড়াছড়ি!

বাংলাদেশের সঙ্গে কলকাতার মেলবন্ধন দেখার জন্য মুখিয়ে থাকবেন শহরের পুজোপ্রমীরা।

author-image
Sayan Sarkar
New Update
durga puja,navratri,durga puja ২০২৩, কলকাতার দুর্গাপুজো, ,durga puja dates,durga puja significance, পুজো প্রস্তুতি, durga puja pandals, কলকাতা দুর্গাপুজো,দুর্গাপুজো ২০২৩, প্রাণের পুজো দুর্গাপুজো, থিম, পুজো, পুজোর খবর, পুজো ফ্যাশন, পুজো শপিং, প্যাণ্ডেল হোপিংkolkata durga puja pandals, ইউনেস্কোর হেরিটেজ সম্মান themed durga puja pandals,themed durga puja pandals in Kolkata, behala notun dal, puja news, Bengali puja news, theme puja Kolkata, Bengali news, বেহালা নূতন দল, পুজো খবর, durga puja,navratri,durga puja ২০২৩ কলকাতার দুর্গাপুজো, ,durga puja dates,durga puja significance, পুজো প্রস্তুতি, durga puja pandals, কলকাতা দুর্গাপুজো,দুর্গাপুজো ২০২৩, প্রাণের পুজো দুর্গাপুজো, থিম, পুজো, পুজোর খবর, পুজো ফ্যাশন, পুজো শপিং, প্যাণ্ডেল হোপিংkolkata durga puja pandals, ইউনেস্কোর হেরিটেজ সম্মান themed durga puja pandals,themed durga puja pandals in Kolkata, behala notun dal, puja news, Bengali puja news, theme puja Kolkata, Bengali news, বেহালা নূতন দল, পুজো খবর, সমাজ সেবী সংঘ , সমাজ সেবী সংঘ পুজো থি

বাংলাদেশের সঙ্গে কলকাতার মেলবন্ধন দেখার জন্য মুখিয়ে থাকবেন শহরের পুজোপ্রমীরা।

কলকাতার দুর্গাপুজো এখন দেশ-কালের গণ্ডি ছাড়িয়ে বিদেশ-বিঁভুইয়েও নজর কাড়ছে। বিদেশের মাটিতেও প্রবাসী বাঙালিরা মেতে ওঠেন শারদোৎসবে। কুমোরটুলি থেকে দুর্গা প্রতিমা যায় সাতসমুদ্র পেরিয়ে। গত বছরই বিশ্বের দরবারে স্বীকৃতি পেয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব। ইউনেস্কোর ইনট্যানিজবল কালচারাল হেরিটেজের মর্যাদা পেয়েছে বাংলার দুর্গাপুজো। বিদেশীরাও এবার মেতে উঠছেন দুর্গতিনাশিনীর আবাহনে। এবছর কলকাতার দুর্গাপুজোয় বিদেশির ছোঁয়া পাচ্ছে। সেই সঙ্গে মাতৃবন্দনায় ‘নজরকাড়া’। থিমে দর্শকদের চমকে দিতে তৈরি শহরের নামজাদা একাধিক বারোয়ারি।

Advertisment

হাতে গোনা আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপরই মহালয়া। পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনা। চারিদিকে শুধুই পুজো পুজো গন্ধ। শেষ মুহূর্তের জোরদার প্রস্তুতি চলছে মণ্ডপে মণ্ডপে। কলকাতার দুর্গাপুজো এবারই বিদেশের শিল্পীরা শিল্পভাবনা ফুটিয়ে তুলছেন।  শহরবাসীকে উৎসবের আনন্দে মাতোয়ারা করে তুলতে তাই নেই কোন খামতি। এপার বাংলা এবং ওপার বাংলাকে এক সুতোয় বাঁধতে এবার প্রথম অভিনব আয়োজন করেছে বেহালা নূতন সংঘ।

বিশ্বমঞ্চে হেরিটেজ তকমা অর্জন করেছে দুর্গাপুজো। সেকথা মাথায় রেখেই শারদোৎসবের মাধ্যমেই শহরবাসীকে চমক দেওয়ার জন্য তৈরি বেহালা। বিষয়ভাবনায় এবার শিল্পের আন্তর্জাতিক মেলবন্ধন দেখা যাবে এই অঞ্চলের পুজোগুলিতে। বেহালা ১৪ নম্বর বাসস্টপেজের কাছেই দর্শনার্থীদের চমকে দিয়ে তুঙ্গে প্রস্তুতি বেহালা নূতন সংঘের।  এবার নূতন সঙ্ঘের থিম ‘চতুরঙ্গের সংকল্প’। ভারত-বাংলাদেশের শিল্পভাবনাকে এক সুতোয় গাঁথতে এবারই প্রথম বাংলাদেশের পাঁচ শিল্পীর শিল্পবন্ধনে তৈরি হচ্ছে মণ্ডপ ও প্রতিমা।  মূল শিল্পী শেখ হিমেল জানিয়েছেন, ‘আগে দাবার  নাম ছিল চতুরঙ্গ। এই খেলায় সবচেয়ে শক্তিশালী রানি। আর মানব সংসারে দেবী। আমরা তাঁর কাছেই সংকল্প করি। ভারত ও বাংলাদেশের শিল্পকলার মিশ্রণ ফুটিয়ে তোলাই এবারের বেহালা নূতন সংঘের পুজোর মূল আকর্ষণ। প্রতিমা হবে দাবার রানির আদলে।’

সনাতন দিন্দার মত শিল্পী কাজ করেছেন এই পুজোর সঙ্গে। ঠিক কতটা চ্যালেঞ্জিং? উত্তরে শিল্পী জানিয়েছেন,'বেহালা আর্ট ফেস্ট থেকে শুরু হয় নূতন সংঘের সঙ্গে আলাপ-আলোচনা। কলকাতার পুজো দেখার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আর ভারত ও বাংলাদেশের শিল্পকলার মিশ্রণকে ফুটিয়ে তোলাই আমার কাজ। নিঃসন্দেহে কলকাতার বড় পুজোগুলির মধ্যে এটি একটি, সনাতন দিন্দার মত শিল্পী এখানে কাজ করেছেন সেটা আমার কাছে অবশ্যই চ্যালেঞ্জের। তবে আশা করি মানুষ দুই বাংলা শিল্পের এক অনন্য মিশেল এই পুজোর মধ্যে দিয়ে খুঁজে পাবেন'।

দুর্গাপুজোর মণ্ডপসজ্জার দায়িত্বে ওপার বাংলার শিল্পীদের একটা দল খাস কলকাতায় পা রেখেছেন। বেহালা নূতন সংঘের পুজো উদ্যোক্তা শুভজিৎ চট্টোপাধ্যায় জানিয়েছেন, 'মানুষের কাছে এবার দুই বাংলার শিল্পভাবনার এক অনন্য দৃষ্টান্ত তুলে ধরতে পারব বলেই আমাদের বিশ্বাস। থিম ভাবনা থাকা প্রতিমা তৈরি সবেতেই থাকছে চমকের ছড়াছড়ি। এবারের পুজোয় তাই বাংলাদেশের সঙ্গে কলকাতার মেলবন্ধন দেখার জন্য মুখিয়ে থাকবেন শহরের পুজোপ্রমীরা'।

Kolkata Durga PUja
Advertisment