Advertisment

রাজভবন এখন থেকে 'জন রাজভবন', মমতার হাতে চাবি তুলে দিলেন রাষ্ট্রপতি

এখন থেকে সাধারণ মানুষের জন্য রাজভবনের দ্বার খোলা।

author-image
IE Bangla Web Desk
New Update
President Droupadi Murmu gifted key of Raj Bhawan to CM Mamata Banerjee

কলকাতায় এসে রাজভবনের চাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

আর ঔপনিবেশিক মানসিকতা বয়ে বেড়ানো নয়। ব্রিটিশ আমলের রীতি ভেঙে এবার থেকে রাজভবনেও প্রজাদের প্রবেশাধিকার মিলল। কলকাতায় এসে রাজভবনের চাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাজ্যের সাংবিধানিক প্রধানের তরফে মঙ্গলবার জানানো হয়েছে, এখন থেকে রাজভবন হল জন রাজভবন। শীঘ্রই আম আদমি রাজভবনের ভিতরে ও বাইরে হেঁটে ঘুরতে পারবেন। যার নাম হেরিটেজ ওয়াক।

Advertisment

সোমবারই দুদিনের বাংলা সফরে আসেন রাষ্ট্রপতি। মঙ্গলবার বিশ্বভারতী ঘুরে তিনি ফিরে যান দিল্লি। সোমবার রাষ্ট্রপতির সম্মানে রাজভবনে এক নৈশভোজের আয়োজন করেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। সেখানে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী। তখনই তাঁর হাতে একটি প্রতীকী চাবি তুলে দেন দ্রৌপদী মুর্মু। সোমবার এই বিষয়ে রাজভবনের তরফে কিছু জানানো হয়নি। মঙ্গলবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজভবন। তাতে বলা হয়েছে, রাজভবন এখন থেকে জন রাজভবন।

আরও পড়ুন কেন্দ্রের কোন প্রকল্পে সায় দিয়েও এখন হাত কামড়াচ্ছেন মুখ্যমন্ত্রী?

রাজভবনের চাবি রাজ্যপাল দিয়েছিলেন রাষ্ট্রপতিকে। এখন থেকে সাধারণ মানুষের জন্য রাজভবনের দ্বার খোলা। স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানাতে ঔপনিবেশিক মানসিকতা ত্যাগ করতেই এই সিদ্ধান্ত। এর আগে সেকেন্দ্রাবাদে রাষ্ট্রপতি নিলয় সাধারণ মানুষের জন্য খুলে দিয়েছেন দ্রৌপদী মুর্মু। এবার বাংলার রাজভবনের দ্বারও সাধারণের জন্য খুলে দিলেন রাষ্ট্রপতি।

ওই নৈশভোজে রাজ্যপাল রাষ্ট্রপতিকে একটি বই উপহার দিয়েছেন। এই বইটি হল রাজ্যপাল হিসাবে পশ্চিমবঙ্গে আনন্দ বোসের প্রথম ১০০ দিন।

Droupadi Murmu Mamata Banerjee West Bengal c v anand bose
Advertisment