Presidential Election 2022: রাষ্ট্রপতি নির্বাচনে বিধানসভায় ভোট দিলেন বিধায়করা। এদিন ২৯৪ আসনের বঙ্গ বিধানসভার ২৯১ বিধায়ক ভোট দিয়েছেন। ভোট দেননি ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি, আমডাঙার তৃণমূল বিধায়ক রফিকুল ইসলাম। মানিকতলার তৃণমূল বিধায়ক সাধন পাণ্ডে প্রয়াত হয়েছেন। স্বাভাবিকভাবেই তাঁর ভোটও এদিন পড়েনি।
সোমবার ভোটের লাইনেও বাগযুদ্ধে জড়ায় বিজেপি-তৃণমূল। সোমবার রাজ্য বিধানসভায় রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে তপ্ত ছিল আবহ।অভিযোগ-পাল্টা অভিযোগে সরব হয়েছে বিজেপি-তৃণমূল। ''বিজেপির সব ভোট দ্রৌপদী মুর্মু পাবেন না। যশবন্তকে ভোট দেবেন অনেক বিজেপি বিধায়ক। বাংলা বিধানসভায় ইতিহাস হবে যশবন্ত সিনহার লিড।'' এদিন এমনই দাবি করেন মন্ত্রী ফিরহাদ হাকিম। ''৭০ শতাংশ ভোট পাবেন দ্রৌপদী মুর্মু'', এমনই মনে করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপির অগ্নিমিত্রা পালেরও দাবি, ''তৃণমূলের অনেকেই ভোট দেবেন দ্রৌপদী মুর্মুকে।''
রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে সরগরম রাজ্য রাজনীতি। সোমবার সকালে নিউটাউনের হোটেল থেকে বিশেষ বাস বিজেপি বিধায়কদের পৌঁছে দেয় রাজ্য বিধানসভায়। বিধায়কদের এই হোটেলবন্দি করা নিয়ে গেরুয়া দলের সমালোচনায় সরব সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের টিপ্পনি, ক্রস ভোটিংয়ের আশঙ্কা করেই আগেভাগে বিধায়কদের হোটেলে এনে রেখেছিল বিজেপি। যদিও শাসকদলের এই দাবি নস্যাৎ করেছে গেরুয়া দল। সবাই একসঙ্গে সময়ে বিধানসভায় পৌঁছনোর জন্যই বিধায়কদের এক জায়গায় এনে রাখা হয়েছিল।
আরও পড়ুন- বাংলার নতুন রাজ্যপাল লা গণেশন, স্বাগত জানালেন শুভেন্দু
এদিকে, রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে আদিবাসী নেত্রী দ্রৌপদী মুর্মু। এনডিএ জোট এবার রাষ্ট্রপতি পদে প্রার্থী করেছে দ্রৌপদী মুর্মুকে। বিজেপি বিধায়ক, সাংসদরা তো বটেই অবিজেপি একাধিক দলের সাংসদ-বিধায়করাও এবার রাষ্ট্রপতি নির্বাচনে দ্রৌপদী মুর্মুকেই সমর্থনের সিদ্ধান্ত নিয়েছিলেন। এনডিএ জোটের বাইরেও শিবসেনা, ওড়িশার বিজু জনতা দল, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, মায়াবতীর বহুজন সমাজবাদী পার্টি, শিরোমণি অকালি দল, অন্ধ্রের ওয়াইএসআর কংগ্রেসের মতো দলও দ্রৌপদী মুর্মুকে সমর্থন করবে বলে জানিয়েছিল। সুতরাং, অঙ্কের নিরিখে দ্রৌপদী মুর্মুর রাষ্ট্রপতি নির্বাচনে জয় পাওয়া এখন সময়ের অপেক্ষা বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
সব মিলিয়ে বিরোধী জোটের রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিনহাকে লড়াইয়ের আগেই বেশ খানিকটা টেক্কা দিয়েছেন দ্রৌপদী। তবুও দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন সেব্যাপারে নিশ্চিত হতে অপেক্ষা আর মাত্র কয়েকদিনের। আজ ভোটগ্রহণের পর আগামী বৃহস্পতিবার অর্থাৎ ২১ জুলাই রাষ্ট্রপতি পদে ভোটের ফল প্রকাশ।
-
Jul 18, 2022 16:17 ISTভোট দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
-
Jul 18, 2022 16:09 ISTবিধানসভায় ভোটদান মুকুল রায়ের
-
Jul 18, 2022 16:09 ISTবিধানসভায় ভোটদান মুকুল রায়ের
-
Jul 18, 2022 16:09 ISTবিধানসভায় ভোটদান মুকুল রায়ের
-
Jul 18, 2022 16:06 ISTবিধানসভায় ভোটদান মুখ্যমন্ত্রীর
-
Jul 18, 2022 15:42 ISTবিধানসভায় ভোট দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
রাষ্ট্রপতি নির্বাচনে ভোটদান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিন বিধানসভায় গিয়ে বেশ কিছুক্ষণ নিজের ঘরেই বসেছিলেন মুখ্যমন্ত্রী। তারপর নির্দিষ্ট কক্ষে গিয়ে ভোটদান করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগেই বিধানসভায় এসে ভোট দিয়েছেন সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
-
Jul 18, 2022 15:41 ISTবিধানসভায় ভোট দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
রাষ্ট্রপতি নির্বাচনে ভোটদান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিন বিধানসভায় গিয়ে বেশ কিছুক্ষণ নিজের ঘরেই বসেছিলেন মুখ্যমন্ত্রী। তারপর নির্দিষ্ট কক্ষে গিয়ে ভোটদান করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগেই বিধানসভায় এসে ভোট দিয়েছেন সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
-
Jul 18, 2022 15:27 ISTভোট দিলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভাগবন্ত মন
-
Jul 18, 2022 15:25 ISTভোট দিলেন যোগী আদিত্যনাথ
-
Jul 18, 2022 15:21 ISTসংসদে ভোটদান সোনিয়া গান্ধী, শশী থারুরদের
Delhi | Congress MPs Sonia Gandhi, Shashi Tharoor and Digvijaya Singh arrive in Parliament to cast their votes for Presidential elections pic.twitter.com/ZGiK1TKOE6
— ANI (@ANI) July 18, 2022সোমবার রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ ভবনে ভোট দিলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, সাংসদ শশী থারুর, দ্বিগ্বিজয় সিংয়েরা।
-
Jul 18, 2022 15:10 ISTদিল্লিতে পুত্র দিব্যেন্দুকে নিয়ে ভোট দিলেন শিশির অধিকারী
এক ছেলে শুভেন্দু ভোট দিয়েছেন রাজ্য বিধানসভায়। বাবা শিশির অধিকারী তথা কাঁথির সাংসদ শিশির অধিকারী ভোট দিলেন দিল্লিতে। আর এক পুত্র তথা তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারীকে সঙ্গে নিয়েই সোমবার দিল্লিতে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দান করেছেন বর্ষীয়ান রাজনীতিবিদ শিশির অধিকারী।
-
Jul 18, 2022 12:46 IST
এক ফ্রেমে তৃণমূলের তরকা বিধায়করা। রাজ তো আছেনই, রয়েছেন শতাব্দী রায়, চিরঞ্জিত চক্রবর্তী, সোহম-জুনরা।
-
Jul 18, 2022 12:45 IST
ভোটের লাইনে রাজ চক্রবর্তী, অদতি মুন্সি, জুন মালিয়ারা।
-
Jul 18, 2022 12:38 ISTসরকারি এজেন্সিগুলির সঙ্গেও লড়াই: যশবন্ত
রাষ্ট্রপতি পদের নির্বাচনে বিরোধীদের বাজি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহা। তাঁর দাবি, রাষ্ট্রপতি নির্বাচনের পাশাপাশি তাঁকে সরকারি এজেন্সিগুলির বিরুদ্ধেও লড়াই করতে হচ্ছে। রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে 'টাকার খেলা' চলছে বলেও তোপ দেগেছেন যশবন্ত।
-
Jul 18, 2022 12:36 IST
বিধানসভায় রাষ্ট্রপতি ভোট-পর্বে সামিল তৃণমূলের মৌসম বেনজির নূর এবং শান্তা ছেত্রী।
-
Jul 18, 2022 12:26 ISTবিবেকের কথা শুনুন, দ্রৌপদী মুর্মুকে ভোট দিন', তৃণমূলকে বার্তা সুকান্তের
''দ্রৌপদী মুর্মুই আগামী দিনে রাষ্ট্রপতি হচ্ছেন। বিবেকর কথা শুনুন, আদিবাসী মহিলাকে ভোট দিন। দলের হুইপ মানার দরকার নেই। পরে আফশোস করতে হবে না।'' তৃণমূলের MLA-MP-দের উদ্দেশ্যে বললেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
-
Jul 18, 2022 12:15 ISTবিবেকের কথা শুনুন, দ্রৌপদী মুর্মুকে ভোট দিন', তৃণমূলকে বার্তা সুকান্তের
''দ্রৌপদী মুর্মুই আগামী দিনে রাষ্ট্রপতি হচ্ছেন। বিবেকর কথা শুনুন, আদিবাসী মহিলাকে ভোট দিন। দলের হুইপ মানার দরকার নেই। পরে আফশোস করতে হবে না।'' তৃণণূলের MLA-MP-দের উদ্দেশ্যে বললেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
-
Jul 18, 2022 12:15 ISTবিবেকের কথা শুনুন, দ্রৌপদী মুর্মুকে ভোট দিন', তৃণমূলকে বার্তা সুকান্তের
''দ্রৌপদী মুর্মুই আগামী দিনে রাষ্ট্রপতি হচ্ছেন। বিবেকর কথা শুনুন, আদিবাসী মহিলাকে ভোট দিন। দলের হুইপ মানার দরকার নেই। পরে আফশোস করতে হবে না।'' তৃণমূলের MLA-MP-দের উদ্দেশ্যে বললেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
-
Jul 18, 2022 12:12 ISTহার নিশ্চিত বুঝেই লজ্জা ঢাকতে অভিযোগ যশবন্তের', সরব রাহুল সিনহা
রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করেও 'টাকার খেলা চলছে' বলে তোপ দেগেছেন বিরোধীদের প্রার্থী যশবন্ত সিনহা। বিজেপির এজেন্সিগুলিও এই নির্বাচনকে কেন্দ্র করে মাঠে নেমে পড়েছে বলে অভিযোগ যশবন্তের। ''হার নিশ্চিত বুজেই লজ্জা ঢাকতে এই ধরনের অভিযোগ করছেন যশবন্ত।'' সরব বিজেপি নেতা রাহুল সিনহা।
-
Jul 18, 2022 12:05 ISTসরকারি এজেন্সিগুলির সঙ্গেও লড়াই: যশবন্ত
রাষ্ট্রপতি পদের নির্বাচনে বিরোধীদের বাজি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহা। তাঁর দাবি, রাষ্ট্রপতি নির্বাচনের পাশাপাশি তাঁকে সরকারি এজেন্সিগুলির বিরুদ্ধেও লড়াই করতে হচ্ছে। রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে 'টাকার খেলা' চলছে বলেও তোপ দেগেছেন যশবন্ত।
-
Jul 18, 2022 12:01 ISTভোটের আগে হোটেলবন্দি BJP বিধায়করা, খোঁচা অভিষেকের
KARMA has no Menu. YOU GET SERVED WHAT YOU DESERVE. Folks @BJP4India will ALWAYS have to bow to the POWER OF PEOPLE.
— Abhishek Banerjee (@abhishekaitc) July 18, 2022
HILARIOUS to see instead of holding MLAs of other political parties captive, BJP's 'RESORT POLITICS' have backfired on them!
Truly, BENGAL SHOWS THE WAY.. https://t.co/VAfXd9LAZe''আপনি যা করবেন তার ফল পাবেন। বিজেপি সর্বদাই জনগণের শক্তির কাছে মাথা নত করতে বাধ্য হয়। এবার অন্য রাজনৈতিক দলের বিধায়কদের বন্দী করার পরিবর্তে বিজেপির 'রিসর্ট পলিটিক্স' তাঁদের উপর এসে পড়েছে। এটা দেখতে হাস্যকর!''
-
Jul 18, 2022 11:58 IST
ভোটের লাইনে তৃণমূলের তারকা বিধায়ক কাঞ্চন মল্লিক।
-
Jul 18, 2022 11:56 IST
তৃণমূল সাংসদ সুস্মিতা দেব।
-
Jul 18, 2022 11:56 IST
বিধানসভায় রাষ্ট্রপতি ভোট দিতে এসেছেন সাংসদ মহুয়া মৈত্র। ছবি: পার্থ পাল।
-
Jul 18, 2022 11:26 ISTদ্রৌপদী মুর্মুকে ভোট দিন', তৃণমূলের MP-MLA-দের আবেদন দিলীপের
তৃণমূলের সাংসদ-বিধায়কদের এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুকে ভোট দেওয়ার আবেদন বিজেপি নেতা দিলীপ ঘোষের। একইসঙ্গে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া জনপ্রতিনিধিদেরও 'প্রায়শ্চিত্ত' করতে দ্রৌপদী মুর্মুকে ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন বিজেপি সাংসদ।
-
Jul 18, 2022 11:09 IST'বিজেপির সব ভোট দ্রৌপদী মুর্মু পাবেন না'', দাবি ফিরহাদের
চলছে রাষ্ট্রপতি নির্বাচন। বিজেপির সব ভোটই এনডিএ-র প্রার্থী দ্রৌপদী মুর্মু পাবেন না বলেই মনে করছেন ফিরহাদ হাকিম।