অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডির তলবের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবারই শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাঁকে বুধবার, ১৩ সেপ্টেম্বর সশরীরে ইডির দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। যা নিয়ে তীব্র রবিবারই সোশ্যাল মিডিয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার ঠিক পরদিনই এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের গলাতেও শোনা গেল ইডির অভিষেককে তলব নিয়ে ক্ষোভের সুর।
সোমবার নবান্ন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'অভিষেকের বিরুদ্ধে অভিযোগ সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। গণতন্ত্রে কোনও দলের সঙ্গে রফা হতে পারে, আবার না-ও হতে পারে। অভিষেক হয়রানি এবং হেনস্থা করা হচ্ছে। আমি ৩৪ বছর রাজত্ব করার পরও সিপিএমের সিএম বা কোনও মন্ত্রীকে টাচ করিনি। ওদেরও কাউকে টাচ করিনি। এটাই গণতন্ত্রের সৌজন্য। অভিষেককে সবসময় ডিসটার্ব করা হয়, হয়রান করা হয়। তাই ওকে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট করতে হয়। ওরা যুব নেতৃত্বকে উঠতে দেখলেই এরকম করে। এটা করা উচিত নয়। অভিযোগ এলেই তদন্ত করুন। না-হলে ব্যুমেরাং হতে পারে।'
এর আগে রবিবার ইডির তলব নিয়ে ক্ষোভ প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সামাজিক মাধ্যম এক্স-এ অভিষেক লেখেন, ‘ইন্ডিয়া (জোট)-এর সমন্বয় কমিটির প্রথম বৈঠক দিল্লিতে হবে ১৩ই সেপ্টেম্বর। আমি সমন্বয় কমিটির একজন সদস্য। কিন্তু, ঠিক একই দিনে ইডি তাদের সামনে হাজির হওয়ার জন্য আমাকে একটি নোটিস দিয়েছে! ৫৬-ইঞ্চি বুকের ভীরুতা এবং শূন্যতা দেখে আমি অবাক না-হয়ে পারছি না।’
আরও পড়ুন- মধ্যরাতের গোপন চিঠিতে কী লিখেছেন রাজ্যপাল? নাবন্নে ফাঁস করলেন মমতা!
অভিষেকের পাশাপাশি ইডির নোটিস নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তৃণমূলের সাংসদ শান্তনু সেনও তিনি রবিবারই প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, ‘আগামী বছর লোকসভা নির্বাচন। সেখানে মানুষের আর্শীবাদে ইন্ডিয়া জোটের কাছে বিজেপির পরাজয় নিশ্চিত। কিন্তু, তার আগে কেন্দ্রীয় এজেন্সিগুলো বিজেপির হাতে ব্যবহৃত হতে হতে মান-সম্মান খোয়াচ্ছে। আগামিদিনেও তারা আর সেই সম্মান ফিরে পাবে কি না, তা নিয়ে সন্দেহ আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কাউকে ভয় পান না। ভারতের অন্যান্য নেতা-নেত্রীরা যা বলার ক্ষমতা রাখেন না, সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় অনায়াসে বলে দিতে পারেন।’
আরও পড়ুন- বাবুলে রুষ্ট মমতা, লোকসভার আগেই সরালেন বড় দায়িত্ব থেকে, গুরুত্ব বাড়ল কাদের?