Advertisment

Jamai Sasthi-Hilsa: জামাইষষ্ঠীর ঝাঁঝ বাড়াচ্ছে বাংলাদেশের ইলিশ! জামাই আদরে প্রায় কাত হওয়ার জোগাড় শ্বশুরের!

Jamai Sasthi 2024: শহর থেকে জেলা, জমজমাট জামাইষষ্ঠীর বাজার। বিভিন্ন বাজারে দেদার বিক্রি হচ্ছে ইলিশ। বাংলাদেশের ইলিশও ঢুকে গিয়েছে পুরোমাত্রায়। তবে এপারের কোলাঘাট, দিঘার ইলিশও বিক্রি হচ্ছে রমরমিয়ে। জামাইষষ্ঠীর বাজার সারতে গিয়ে বেশ ছ্যাঁকা লাগছে আমআদমির হাতে।

IE Bangla Web Desk এবং Nilotpal Sil
New Update
price of hilsa fish in Bangladesh is quite high in Jamai shashti

Hilsa: বাংলাদেশের ইলিশ মাছ।

Ilish: জামাইষষ্ঠীর আগেই মালদায় বাংলাদেশের ইলিশ। যদিও সেই সুস্বাদু মাছের দাম কিন্তু আকাশছোঁয়া। প্রতি এক কেজি ওজনের মাছ বিক্রি হচ্ছে দুই হাজারেরও বেশি টাকায় । এছাড়াও এপারের গঙ্গার ইলিশের দামও প্রায় একই। জামাইষষ্ঠীর বাজারে মাছের চড়া দামে মাথায় হাত মধ্যবিত্তের। বিক্রি ধরে রাখতে অনেক মাছ ব্যবসায়ীই তাই ওড়িশা, কোলাঘাটের ইলিশ তুলে চাহিদা মেটাচ্ছেন।

Advertisment

জামাইষষ্ঠীর আগে মালদার বাজারে ১৫ এবং ২০ কিলো ওজনের গঙ্গার কাতল মাছ বিক্রি হচ্ছে। আর যা কিনতে মঙ্গলবার সকাল থেকেই মালদা শহরের সর্ববৃহৎ মাছ বাজার হিসেবে পরিচিত নেতাজি পুরো মার্কেটে উপচে পড়া ভিড় চোখে পড়েছে। যদিও ক্রেতাদের বক্তব্য, বাংলাদেশের ইলিশ খেয়ে দেখার সুযোগ হলেও, দামে পকেট পুড়ছে। ফলে অন্য কোনও এলাকার ইলিশ কিনে চাহিদা মেটাতে হচ্ছে।

নেতাজি পুরো মার্কেট এলাকার মৎস্য ব্যবসায়ী সমিতির কর্মকর্তা বাবলু দাস বলেন, "ইলিশের যে চাহিদা রয়েছে, সেই অনুপাতে আমদানি অনেক কমে গিয়েছে। ফলে দাম আকাশছোঁয়া। তাই বেশি মাত্রায় ইলিশ ঝুঁকি নিয়ে ওঠানো সম্ভব হচ্ছে না। কলকাতা হয়ে বাংলাদেশের ইলিশ মালদার বাজারে এসেছে। এক কিলো ওজনের ইলিশ ২০০০ থেকে ২২০০ টাকা কিলো দরে বিক্রি হচ্ছে।"

publive-image
জামাইষষ্ঠীর আবহে মালদার বাজারে বিরাট সাইজের কাতলা মাছ।

আরও পড়ুন- Mamata Banerjee: জেনারেল ক্যাটাগরি, সংখ্যালঘু পড়ুয়ারা এখবর আগে পড়ুন! ‘স্বপ্নের দরজা’ খুলে দিলেন মুখ্যমন্ত্রী

আবার গঙ্গার ইলিশ এক কিলো সাইজের ১৫০০ থেকে ১৮০০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি ৫০০ গ্রাম ওজনের মধ্যে ইলিশের দাম ৭০০ থেকে ৮০০ টাকা। ইলিশের দাম বেড়ে যাওয়াতেই অধিকাংশ ক্রেতারা ওড়িশা, দিঘা, কোলাঘাটের ইলিশ কিনেই চাহিদা মেটাচ্ছেন। সেইসব ইলিশের দাম ৫০০ গ্রাম ওজনের ৩০০ থেকে ৪০০ টাকা। প্রতি এক কিলো ওজনের ইলিশ ৮০০ থেকে ৯৫০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। ফলে বাংলাদেশ অথবা গঙ্গা নদীর ইলিশ বাজারে নিয়ে এলেও ঝুঁকি নিয়ে ব্যবসা করতে হচ্ছে।

আরও পড়ুন- ED is trying to nab Sheikh Shahjahans Brother: নাগালে এসেও ফসকেছে! ‘ঘোল’ খেয়েও শাহজাহানের ভাইকে জালে পুরতে দুরন্ত ছক ED-র

Maldah Hilsa jamai sasthi
Advertisment