জন্মাষ্টমীতে ৩০০-৪০০ টাকায় বিকোচ্ছে তাল! আগুন দামের কারণ জানেন?

জন্মাষ্টমীর বাজারে তাল কিনতে গিয়ে হাতে ছ্যাঁকা লাগার জোগাড় আম আদমির।

জন্মাষ্টমীর বাজারে তাল কিনতে গিয়ে হাতে ছ্যাঁকা লাগার জোগাড় আম আদমির।

author-image
IE Bangla Web Desk
New Update
prices of palm have increased during janmashtami

তালের দামে বিরাট আগুন!

তালের দামে আগুন। জন্মাষ্টমীর বাজারে তাল কিনতে গিয়ে হাতে ছ্যাঁকা লাগার জোগাড় আম আদমির। এক একটা তাল কোথাও কোথাও ৩০০-৪০০ টাকা প্রতি পিস হিসেবে বিক্রি হচ্ছে। তাল ছাড়াও অন্য ফল-সবজির দামও বেশ চড়া। তবে তালের দামে মাথায় বাজ পড়ার জোগাড় সাধারণ মানুষের।

Advertisment

জন্মাষ্টমীর পুজোয় অতি অপরিহার্য্য একটি ফল হল তাল। সাধারণত শ্রাবণ-ভাদ্রেই সুমিষ্ট এই ফলের দেখা মেলে। ফি বছর জন্মাষ্টমীর আগে এই তালের দাম খানিক বাড়লেও তা নাগালেই থাকে। মোটামুটি বড় তাল পিস প্রতি ২০-২৫ টাকা কিংবা ৩০ টাকাতেও বিক্রি হয়। তবে এবার সব রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছে তাল। প্রতি পিস তাল এখন বাংলার বিভিন্ন বাজারে ৩০০-৪০০ টাকাতেও বিক্রি হচ্ছে।

আরও পড়ুন- ‘শেষ দেখে ছাড়বে তৃণমূল’, শাহের নিয়ন্ত্রণাধীন বিভাগে ফের চিঠি মমতার দলের

Advertisment

এবার জন্মাষ্টমীর বাজার করতে বেরিয়ে রীতিমতো পকেট ফাঁকা হওয়ার পরিস্থিতি সাধারণ মানুষের। তালের আগুন দামে জেরবার অনেকেই তাই মিষ্টি বা অন্য দোকানেও ঢুঁ মারছেন। সেখান থেকে প্যাকেটভর্তি তালের বড়া কিনে বাড়ির পথ ধরছেন কেউ কেউ। তবে এক্ষেত্রেও দাম কিন্তু বেশ চড়া। বুধবার শহর কলকাতা লাগোয়া দক্ষিণ ২৪ পরগনার বেশ কয়েকটি দোকানে প্রতি একশো গ্রাম তালের বড়া ২০ থেকে ২৫ টাকায় বিক্রি হয়েছে।

সেই কারণেই অনেককেই এবার ভাগাভাগি করেও তাল কিনতে দেখা গিয়েছে। ওয়াকিবহাল মহলের মতে, নগরায়নের জেরে অন্য গাছের সঙ্গে বিপুল সংখ্যায় তালগাছও কাটা পড়ছে দিকে-দিকে। তারই জেরে দিন যত এগোচ্ছে ফলনও ততই কমছে। উল্টোদিকে, চাহিদা বাড়ছে বহুগুণে। সেই কারণেই তালের আগুন দাম।

kolkata Price Hike West Bengal Krishna Janmashtami