Advertisment

'বিজেপির সঙ্গে যোগ তাপসের, সব বলব', বোমা ফাটালেন কুন্তল

নিয়োগ দুর্নীতিতে বিজেপিকে জড়িয়ে বিস্ফোরক মন্তব্য যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের।

author-image
IE Bangla Web Desk
New Update
cbi summoned a doctor in kuntal ghosh letter issue

কুন্তল ঘোষ। ফাইল ছবি।

এবার তাপস মণ্ডলের সঙ্গে বিজেপির যোগসাজশের তত্ত্ব সামনে এনে শোরগোল ফেলে দিলেন কুন্তল ঘোষ। ইডি হেফাজতের মেয়াদ শেষে আজই তাঁকে ফের এক দফায় আদালতে নিয়ে যাওয়া হয়। সিজিও কমপ্লেক্স থেকে বেরনোর সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত তাপস মণ্ডলের সম্পর্কে গেরুয়া দলের নেতাদের যোগাযোগের অভিযোগ তত্ত্ব সামনে আনেন কুন্তল।

Advertisment

নিয়োগ দুর্নীতিতে এই কুন্তল ঘোষের নাম প্রথম প্রকাশ্যে এনেছিলেন তাপস মণ্ডল। চাকরি দেওয়ার নাম করে যুব তৃণমূলের এই নেতা প্রায় ১৯ কোটি টাকা তুলেছিলেন বলে দাবি করেছিলেন তাপস মণ্ডল। যদিও ইডি মনে করে চাকরির নামে কুন্তল কমপক্ষে ৩০ কোটি টাকা তুলেছিলেন।

কুন্তল ঘোষের দুটি বিলাসবহুল ফ্ল্যাটে এরপর তল্লাশি চালায় কেন্দ্রীয় সংস্থা। সেখান থেকে টেটের অ্যাডমিট কার্ড ও এবং ওমএআর শিটের প্রতিলিপি বাজেয়াপ্ত করা হয়। পরে গ্রেফতার হন কুন্তল।

আরও পড়ুন- কেষ্টর হল কী? জামিন না চেয়ে মুখে কুলুপ, হাবভাব দেখে কী বলল কোর্ট?

কুন্তলের সঙ্গে মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ যোগ ছিল বলে দাবি ইডির। প্রাথমিকে নিয়োগ দুর্নীতিত কুন্তল অন্যতম বড় মাথা বলেও মনে করেন তদন্তকারীরা। ইডি হেফাজতে রেখে সিজিও কমপ্লেক্সেই তাকে জেরা চলছিল। আজ হেফাজতের মেয়াদ শেষে ফের তাঁকে কোর্টে তোলার জন্য সিজিও কমপ্লেক্স থেকে বের করা হয়। গাড়িতে ওঠার মুখে কুন্তল সাংবাদিকদের বলেন, 'আমার অনেক কিছু বলার আছে। আদালতে গিয়ে সব বলব। তাপস মণ্ডলের সঙ্গে বিজেপির যোগ আছে, এটা দেখে নিন। বিজেপির সঙ্গে মিলে চক্রান্ত করছে তাপস মণ্ডল। তৃণমূলকে হেনস্থা করার চেষ্টা হচ্ছে।'

আরও পড়ুন- ‘হাতে বোমা-বন্দুক দিচ্ছে, তৃণমূলের আমলে বঞ্চিত সংখ্যালঘুরা’, মন্তব্য দিলীপ ঘোষের

এদিকে, নিয়োগ দুর্নীতিতে বিজেপির যোগ তত্ত্ব সামনে আনায় চটেছে গেরুয়া দল। বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেন, 'এরা যখনই কিছু হয় বিজেপিকে ঢোকানোর চেষ্টা করে। বিজেপি কোনও দুর্নীতিতে নেই। সিবিআই ও ইডির তদন্তে জানা যাবে কে আসল চোর। দুর্নীতিতে ওপর থেকে নীচ অবধি ডুবেছে তৃণমূল।' তৃণমূলের অন্যতম শীর্ষ নেতা তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম অবশ্য এব্যাপারে কিছু মন্তব্য করতে চাননি।

আরও পড়ুন- পড়ানো লাটে তুলে রাঁধুনির প্রেমে হাবুডুবু খাচ্ছেন প্রধান শিক্ষক! অভিযোগে তুমুল বিক্ষোভ

cbi Kuntal Ghosh Primary TET ED Recruitment Scam
Advertisment