পুজোর পরই চাকরি পাবেন এসএসসি বঞ্চিত চাকরিপ্রার্থী প্রিয়ঙ্কা সাউ। এসএসসিকে সেই সুপারিশ করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ১১ থেকে ২১ অক্টোবরের মধ্যে কাউন্সেলিং করে চাকরির সুপারিশপত্র দিতে হবে প্রিয়ঙ্কাকে। ২৮ অক্টোবরের মধ্যে প্রিয়াঙ্কাকে দিতে হবে নিয়োগপত্র।
এসএসসি-র মেধা তালিকার ক্রম ভেঙে অন্যকে চাকরি দেওয়ায় বঞ্চিত হয়েছিলেন প্রিয়াঙ্কা। আদালতের দ্বারস্থ হন তিনি। পাল্টা এসএসসি তরফে বলা হয়, মহিলা বিভাগে ইন্টারভিউ পর্বেই বাদ পড়েছিলেন তিনি।এরপরই নিয়োগ মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, পুজোর আগেই প্রিয়াঙ্কা সাউকে নিয়োগপত্র দিতে হবে। এক্ষেত্রে এসএসসি-র কোনও অজুহাতকে মান্যতা দেওয়া হবে না বলে জানিয়েছিলেন বিচারপতি। উল্টে প্রিয়াঙ্কাকে সঙ্গে যেকোনও মূল্যে চাকরি দেওয়ার নিয়োগের নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
বিচারপতি জানিয়েছেন, বাড়ির কাছাকাছি পছন্দমতো তিনটি স্কুলের যেকোনও একটিতে নিয়োগ দিতে হবে প্রিয়ঙ্কাকে।
এর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর চাকরি খারিজের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। চারবছর ধরে বেতনের টাকাও অঙ্কিতা ফেরৎ দেন। আদালতের নির্দেশে সেই পদে চাকরিতে ম্য়োগ পান ববিতা সরকার।