Advertisment

সাগর দত্তে জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ: 'কোভিড হাসপাতালের পরিকাঠামো নেই, অন্য রোগীরা ভুগছেন'

প্রতিবাদী ডাক্তারদের দাবি, 'কোভিড হাসপাতাল' হতে গেলে যে ৫০০ শয্যার প্রয়োজন তা সাগর দত্তে নেই। তাছাড়া, সরকার এই সিদ্ধান্ত গ্রহণের ফলে এই হাসপাতালে অন্যান্য রোগীদের ও রোগের চিকিৎসা করা যাচ্ছে না।

author-image
IE Bangla Web Desk
New Update
Protest at Sagar Dutta Medical College and Hospital: does not have enough infrastructure to be transformed into a Covid hospital

প্রতীকী ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

উত্তর চব্বিশ পরগনার সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালকে 'কোভিড হাসপাতাল' করার রাজ্য সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে অনির্দিষ্টকালের জন্য প্রতিবাদে শামিল হলেন সেখানকার জুনিয়র ডারক্তার এবং ইনটার্নরা।

Advertisment

প্রতিবাদী ডাক্তারদের দাবি, 'কোভিড হাসপাতাল' হতে গেলে যে ৫০০ শয্যার প্রয়োজন তা সাগর দত্তে নেই। তাছাড়া, সরকার এই সিদ্ধান্ত গ্রহণের ফলে এই হাসপাতালে অন্যান্য রোগীদের ও রোগের চিকিৎসা করা যাচ্ছে না।

সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালের এক প্রতিবাদী ডাক্তার নয়ন পাঠক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-কে বলেন, "আমরা কোভিড রোগীদের চিকিৎসা করতে অস্বীকার করছি না। কিন্তু, এর পাশাপাশি অন্যান্য রোগীদের ভর্তি করার ব্যবস্থাও রাখা উচিত সরকারের। আমরা এও জানাচ্ছি যে কোভিড হাসপাতাল হতে গেলে যে পরিকাঠামোর প্রয়োজন তা সাগর দত্তে নেই। এই হাসপাতালের পরিবর্তে বরং অন্য যে কোনও হাসপাতলকে কোভিড হাসপাতাল করা যেত"।

প্রতিবাদীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা প্রতিবাদ চালিয়ে যাবেন।

Read the full story in English

Mamata Banerjee corona virus Sagar Dutta Medical College and Hospital
Advertisment