Advertisment

Locket Chatterjee: দলবল নিয়ে রাতে চুঁচুড়ার স্ট্রংরুমে লকেট, বিজেপি প্রার্থীকে দেখেই তুলকালাম গন্ডগোল

Lok Sabha Elections 2024: স্ট্রংরুম দেখতে গিয়ে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়লেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। তৃণমূলের অভিযোগ, স্ট্রংরুম পরিদর্শনের নাম করে গাদা খানেক সমর্থক নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছেন লকেট। কিন্তু সেরকম চেষ্টা করলে তৃণমূল ছেড়ে কথা বলবে না, প্রতিবাদ হবেই।

IE Bangla Web Desk এবং Subhamay Mandal
New Update
Locket Chatterjee

তৃণমূলের অভিযোগ, স্ট্রংরুম পরিদর্শনের নাম করে গাদা খানেক সমর্থক নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছেন লকেট।

Lok Sabha Elections 2024: স্ট্রংরুম দেখতে গিয়ে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়লেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। তৃণমূলের অভিযোগ, স্ট্রংরুম পরিদর্শনের নাম করে গাদা খানেক সমর্থক নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছেন লকেট। কিন্তু সেরকম চেষ্টা করলে তৃণমূল ছেড়ে কথা বলবে না, প্রতিবাদ হবেই।

Advertisment

ঘটনাস্থল চুঁচুড়া পিপুলপাতির কাছে হুগলি ইনস্টিটিউট অফ টেকনোলজি নামে এক সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ। এখানেই প্রতিবারের মতো হুগলি লোকসভার স্ট্রংরুম করা হয়েছে। বাইরে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর কড়া পাহারা। সোমবার রাতে ঝড়জল থামতেই বেশ কিছু সমর্থক নিয়ে সেখানে হাজির হন লকেট চট্টোপাধ্যায়। ওই কলেজের লাগোয়া আরেকটি বেসরকারি টেকনিক্যাল কলেজ আছে। লকেটের অভিযোগ দুই কলেজের লাগোয়া পাঁচিল কিছুটা ভাঙা সেখানে বাঁশ দিয়ে আটকানো আছে। অনায়াসে সেখান দিয়ে লোক ঢুকতে পারে। তিনি বেশ কিছু ছবিও তোলেন।

অন্যদিকে বিজেপি প্রার্থী সদলবলে স্ট্রংরুমের দিকে যাচ্ছেন এই খবর পেয়ে চুঁচুড়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তৃণমূল নেতা গৌরীকান্ত মুখোপাধ্যায় বর্তমান ভাইস চেয়ারম্যান পার্থ সাহাকে নিয়ে ঘটনাস্থলে আসেন সঙ্গে প্রায় কয়েকশো সমর্থক। তাঁরা লকেটকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন। আওয়াজ ওঠে লকেট চ্যাটার্জি গো ব্যাক। উল্টোদিকেও পাল্টা আওয়াজ ওঠে। চুঁচুড়া থানার ওসি বিশাল পুলিশ বাহিনী নিয়ে এসে দুপক্ষের মাঝে দাঁড়িয়ে অবস্থা নিয়ন্ত্রণ করেন।

তৃণমূল নেতা গৌরীকান্ত জানান, 'প্রার্থী হিসেবে লকেট আসতেই পারেন স্ট্রংরুম পরিদর্শন করতে কিন্তু তাই বলে ২০০ লোক নিয়ে তিনি দাপাদাপি করবেন স্ট্রংরুমের ভেতরে যাবেন এই নাটক আমরা মেনে নেব না। উনি সকালে এসেছেন, সন্ধ্যায় এসেছেন লোকজন নিয়ে আবার রাতে এসেছেন দলবল নিয়ে। দিয়ে রাস্তার এমাথা থেকে ওমাথা পায়চারি করছেন কোনও নিয়মই মানেন না। উনি কি ভাবছেন এটা পোলিং বুথ?'

আরও পড়ুন PM Narendra Modi: উত্তর ভারতের ঘাটতি সম্ভাবনা মেটাতে বাংলায় নজর! সপ্তম দফাতেও ভরসা নরেন্দ্র মোদীই

গৌরীবাবু আরো জানান, 'তাঁর যদি স্ট্রংরুমের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কোনও সন্দেহ থাকে তাহলে তিনি নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ করতেই পারেন কিন্তু দলবল নিয়ে এই নাটক আমরা মানব না, প্রতিবাদ হবেই। উনি নিয়মকানুন মানছেন না আসলে উনি হারাতঙ্কে ভুগছেন।' অন্যদিকে লকেটের বক্তব্য, 'আমি প্রার্থী যতবার খুশি আসব। এবার থেকে রোজ আসব। ওরা চোর চামারের দল। এখানে নিরাপত্তা ব্যবস্থার গাফিলতি আছে। আমি নির্দিষ্ট জায়গাতে অভিযোগ করছি।'

Locket Chatterjee Hooghly bjp লোকসভা নির্বাচন ২০২৪ tmc
Advertisment