Protest On Waqf Amendment Act 2025: ওয়াকফ অশান্তিতে পুড়ছে মুর্শিদাবাদ সহ বাংলার একটা বড় অংশ। এক কাপড়ে ঘর ছাড়া শ'য়ে শ'য়ে পরিবার। চোখে-মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। এদিকে মুর্শিদাবাদ কান্ডে রাজ্যপালকে চিঠি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। হিংসার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে গোটা ঘটনায় বিচারবিভাগীয় তদন্ত দাবি জানিয়েছেন তিনি।
'পুলিশ শাসক দলের কর্মীদের মতো আচরণ করছে', মুর্শিদাবাদ হিংসায় রাজ্যকে তুলোধনা করে রাষ্ট্রপতি শাসনের অধীনে ২৬-এর নির্বাচনের দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তিনি অভিযোগ করেন, মুর্শিদাবাদে আইনশৃঙ্খলা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। সুতি, ধুলিয়ান, জঙ্গিপুর এবং সামশেরগঞ্জে রাজ্য সরকার সাধারণ নাগরিকদের সুরক্ষা এবং শান্তি বজায় রাখতে পুরোপুরি ব্যর্থ। বিজেপি নেতার আরও দাবি , উন্মত্ত জনতা যখন ভাঙচুর ও তাণ্ডব চালাচ্ছিল, তখন পুলিশের ভূমিকা ছিল নীরব দর্শকের মত। সংবাদমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, যেখানেই হিন্দুরা সংখ্যালঘু হয়ে পড়েছে, তাদের ভোটদান থেকে বিরত রাখা হয়েছে। পুলিশ ক্ষমতাসীন দলের কর্মীদের মতো আচরণ করছে'। রাষ্ট্রপতি শাসনের অধীনে আগামী বছর বাংলায় বিধানসভা নির্বাচনের দাবিও জানিয়েছেন তিনি। শুভেন্দু অধিকারীর অভিযোগের বিষয়ে কলকাতায় মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ' বাংলার মানুষ বাংলায় থাকছে, তারা রাজ্য ছেড়ে পালাচ্ছে না।' প্রশাসন পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে। যে কোন ধরণের হিংসাই দুর্ভাগ্যজনক, পুলিশ অপরাধীদের শনাক্ত করার চেষ্টা করছে"।
রাজপথ কাঁপিয়ে আন্দোলনের ঝাঁঝ বাড়িয়ে দিল্লিতে চাকরিহারারা, যন্তর-মন্তরে উঠবে প্রতিবাদের স্লোগান
উল্লেখ্য ওয়াকফ আইনের প্রত্যাহারের দাবিতে বাংলায় বিক্ষোভ হিংসাত্মক রূপ নিয়েছে, এখনও পর্যন্ত হিংসার ঘটনায় মুর্শিদাবাদে তিন জনের মৃত্যু হয়েছে। আহত অনেকে। প্রাণ বাঁচাতে মুর্শিদাবাদ থেকে শ'য়ে শ'য়ে মানুষ মালদায় এসে আশ্রয় নিয়েছেন। বৈষ্ণবনগরের পারলালপুর হাইস্কুলে গৃহহীনদের থাকার ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের তরফে। গতকাল সেখানে গিয়েই অসহায় মানুষদের সঙ্গে দেখা করেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। বেরিয়ে তিনি সাংবাদিকদের জানান, “যাদের বাড়িঘর ভাঙা হয়েছে, তাদের ক্ষতিপূরণ দিতে হবে রাজ্য সরকারকেই। জেলায় জেলায় আমাদের কর্মীরা রাস্তায় নামবে ।গণতান্ত্রিক পথে একদিকে যেমন বিক্ষোভ চলবে। অন্যদিকে আইনি পথে লড়াই হবে।” এদিকে মুর্শিদাবাদে ওয়াকফ (সংশোধনী) আইন, ২০২৫-এর বিরুদ্ধে বিক্ষোভের ঘটনায় আদালতের তত্ত্বাবধানে SIT তদন্তের দাবিতে সুপ্রিম কোর্টে একটি আবেদন দাখিল করা হয়েছে।