Advertisment

সোমবার সকাল পর্যন্ত হাওড়াজুড়ে বন্ধ ইন্টারনেট পরিষেবা, বিক্ষোভ মোকাবিলায় পদক্ষেপ প্রশাসনের

নূপুরদের গ্রেফতারির দাবিতে পার্ক সার্কাসে প্ল্যাকার্ড হাতে, রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান বিক্ষুব্ধ জনতা।

author-image
IE Bangla Web Desk
New Update
Protest Over Prophet remark: Internet suspended in Howrah

এ দিন সকালে নূপুরদের গ্রেফতারির দাবিতে পার্ক সার্কাসে প্ল্যাকার্ড হাতে, রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান মুসলমান সম্প্রদায়ের একদল মানুষ। এক্সপ্রেস ফটো- পার্থ পাল

পয়গম্বরকে অবমাননা বিতর্কে বিক্ষোভের জেরে হাওড়া জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল নবান্ন। বিজ্ঞপ্তি জারি রাজ্যের স্বরাষ্ট্র দফতর জানিয়েছে, আজ শুক্রবার থেকে আগামী সোমবার সকাল ৬টা পর্যন্ত গোটা হাওড়া জেলায় বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা। অনলাইন ভয়েস কলের ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা জারি থাকবে। তবে সাধারণ ফোন এবং এসএমএস করা যাবে।

Advertisment

বৃহস্পতির পর শুত্রবারও বিক্ষোভ দেখা গেল হাওড়ায়। গতকাল নূপুর শর্মাদের গ্রেফতারির দাবিতে বিক্ষোভ হয়েছিল অঙ্কুরহাটি ও সংলগ্ন এলাকায়। ১১৬ নং জাতীয় সড়ক প্রায় ১১ ঘন্টার উপর অবরুদ্ধ ছিল।

Protest Over Prophet remark: Internet suspended in Howrah
নবান্নের জারি করা বিজ্ঞপ্তি

এ দিন দফায় দফায় বিক্ষোভে উত্তাল হয় ধুলাগড় অঞ্চল। নানা জায়গা থেকে মিছিল বের হয়। পুলিশ অবরোধ-বিক্ষোভ তুলতে গেলে তাদের উপরও চলে ইটবৃষ্টি, পাথর নিক্ষেপ। পুলিশের গাড়ি ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে আন্দোলনকারীদের বিরুদ্ধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশও লাঠিচার্জ করে।

এ দিন সকালে নূপুরদের গ্রেফতারির দাবিতে পার্ক সার্কাসে প্ল্যাকার্ড হাতে, রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান মুসলমান সম্প্রদায়ের একদল মানুষ। ধুলাগড়েও দুপুরের পর আন্দোলন শুরু হয়। ক্রমেই যা তাণ্ডবে পরিণত হয়েছে।

আরও পড়ুন তৃণমূলের উসকানিতেই এই হামলা, সেনা নামানো হোক: শুভেন্দু অধিকারী

বৃহস্পতিবার ইমাম, মোয়াজ্জেমদের সংগঠনের নেতৃত্বে ১১৬ নং জাতীয় সড়ক প্রায় ১১ ঘন্টা অবরুদ্ধ করা হয়। নাকাল হন বহু মানুষ। আটকে পড়ে শয়ে শয়ে গাড়ি। বিকেল পর্যন্ত এই অবস্থা দেখে হস্তক্ষেপ করেন মুখ্যমন্ত্রী। নবান্নে সাংবাদিক বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। দিল্লির ঘটনার জন্য কেন বাংলায় অবরোধ আন্দোলন তা নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। হাতজোড় করে আন্দোলন প্রত্যাহারের আর্জি জানিয়েছিলেন তিনি।

এর প্রায় চার সাড়ে-চার ঘন্টা পর জাতীয় সড়ক থেকে অবরোধ ওঠে। তবে, তার আগে টায়ার জ্বালিয়ে, মোদীর কুশপুত্তলিকা দাহ করে উত্তেজনার পরিবেশ তৈরির চেষ্টা চলে।

Internet Suspend Mamata Banerjee Prophet Muhammad
Advertisment