Advertisment

নওশাদের মুক্তির দাবি: অনুমতি নেই, তবুও নাগরিক মঞ্চের মিছিল আটকালো না পুলিশ

রানি রাসমণিতে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় কলকাতা পুলিশের।

author-image
IE Bangla Web Desk
New Update
protest rally for isf mla naushad siddiqis arrest updates, নওশাদ সিদ্দিকির মুক্তির দাবিতে নাগরিক মঞ্চের মিছিল

নওশাদ সিদ্দিকির মুক্তির দাবিতে নাগরিক মঞ্চের মিছিল। ছবি- পার্থ পাল

ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির মুক্তির দাবিতে পথে নামল নাগরিকমঞ্চ। দুপুর ১ টা থেকেই জমায়েত শুরু হয়েছিল শিয়ালদায়। বিধায়কের বিরুদ্ধে পুলিশি 'অথ্যাচারে'র বিরুদ্ধে সরব নাগরিক সমাজের একাংশ। বেআইনিভাবে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলেও দাবি। মিছিলে প্রচুর আইএসএফ সমর্থক ও কর্মীও ছিলেন। তবে কোনও রাজনৈতিক দলের পতাকা দেখা যায়নি।

Advertisment

বিধায়কের গ্রেফতারের দাবিতে আগেই এদিন মিছিল করার ঘোষণা করেছিল আইএসএফ। তবে অনুমতি দেয়নি পুলিশ। ফলে পতাকা ছাড়া পুলিশি 'অত্যাচারে'র বিরুদ্ধে মিছিলের জন্য জমায়েত করেন নাগরিক সমাজ। অনুমতি না থাকলেও সেই মিছিল আটকায়নি পুলিশ। শান্তিপূর্ণভাবেই শিয়ালদহ থেকে ধর্মতলার দিকে যায় মিছিল। সভা হয় রানি রাসমণি রোডে। আইএসএফের সমর্থকদের সঙ্গেই মিছিলে ছিলেন বাম মনস্ক বহু মানুষ ও অনেক অরাজনৈতিক সংগঠন।

publive-image
মিছিলে সংখ্যালঘু সম্প্রদায়ের বহু মহিলা পা মেলান।

প্ল্যাকার্ড হাতে বহু মানুষ মিছিলে হাঁটেন। প্ল্যাকার্ডে লেখা ‘ভাইজানের মুক্তি চাই।’

মিছিল ঘিরে যাতে কোনও অশান্তির ঘটনা না ঘটে তার জন্য কড়া নজর ছিল লালবাজারের। ধর্মতলায় তৈরি করা হয়েছিল পুলিশের ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়।

kolkata police ISF naushad siddiqui
Advertisment