Advertisment

RG Kar Incident: প্রতিবাদের সুনামি তুলে স্বাস্থ্য ভবন অভিযান, বেরিয়ে কী বললেন চিকিৎসকরা

'অধ্যক্ষ নিখোঁজ' প্ল্যাকার্ড হাতে স্বাস্থ্য ভবনের দিকে মিছিল করছেন জুনিয়ার চিকিৎসকরা।

author-image
IE Bangla Web Desk
New Update
"Kolkata Doctor Rape-Murder Case, RG Kar Medical College and Hospital Incident, RG Kar Protest, cisf, Kolkata"

ফের রাজপথে প্রতিবাদের সুনামি জুনিয়ার ডাক্তারদের

RG Kar Incident: স্বাস্থ্য ভবন থেকে বেরিয়ে কার্যত হতাশ আন্দোলনরত পড়ুয়া চিকিৎসরা। পাশাপাশি দিলের আন্দোলন চালিয়ে যাওয়ার জোরালো বার্তা। আরজি কর কাণ্ডে রাজপথে প্রতিবাদের সুনামি জুনিয়ার ডাক্তারদের। আরজি কর তরুণী চিকিৎসককে খুন এবং ধর্ষণের ঘটনায় তোলপাড় গোটা দেশ। এই ঘটনার প্রতিবাদে বুধবার আরজি করের আন্দোলনরত চিকিৎসকদের মিছিল। সিজিও কমপ্লেক্স থেকে শুরু হয় জুনিয়র চিকিৎসকদের এদিনের মিছিল। ওয়েস্ট বেঙ্গল জুনিয়ার ডক্টর্স ফ্রন্টের তরফে এদিন স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দেওয়া হয়েছে। জুনিয়র চিকিৎসকদের মিছিল হলেও, এদিনের মিছিলে সিনিয়র চিকিৎসকেরাও সামিল রয়েছেন। পোস্টার, প্ল্যাকার্ড হাতে রাজপথে হুঙ্কার ছুঁড়ল শ'য়ে শ'য়ে প্রতিবাদী কন্ঠ। এদিনের মিছিলকে কেন্দ্র করে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা করা হয় সিজিও কমপ্লেক্সে।

Advertisment

'অধ্যক্ষ নিখোঁজ' প্ল্যাকার্ড হাতে স্বাস্থ্য ভবনের দিকে মিছিল করছেন জুনিয়ার চিকিৎসকরা। মিছিলের প্রথম সারিতে রয়েছেন আরজি করের জুনিয়র চিকিৎসকরা। তাঁদের সমর্থন করছেন সিনিয়ার চিকিৎসকরা। সিবিআইয়ের উপর চাপ বাড়াতেই এদিন সিজিও কমপ্লেক্স থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত মিছিলের ডাক দিয়েছেন তারা। আজকের এই মিছিলকে সমর্থন জানিয়েছেন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স-ও।

আরও পড়ুন - < RG Kar Incident: মনে জোর বাড়িয়েছে সুপ্রিম কোর্ট, রাজ্যবাসীকে বিশেষ আর্জি নির্যাতিতার মায়ের >

আরজি কাণ্ডে উত্তাল রাজ্য। পাশাপাশি আন্দোলনের আঁচ পড়েছে দেশজুড়ে। গতকাল সুপ্রিম কোর্ট রাজ্যকে শান্তিপূর্ণ মিছিলের উপর ক্ষমতা প্রয়োগে নিষেধাজ্ঞা জারি করেছে। সিবিআই দায়িত্ব নেওয়ার পর ৮ দিন কেটে গিয়েছে, তদন্ত কতটা এগিয়েছে? তা জানার পাশাপাশি এদিন প্রকৃত দোষীদের ধরার দাবিতেই আজকের এই আন্দোলনের সামিল হয়েছেন জুনিয়ার চিকিৎসকরা। একই সঙ্গে তাদের দাবি আরজি করের নতুন অধ্যক্ষের দায়িত্ব নিলেও সুহৃতা পালকে হাসপাতালে দেখা যায়নি। তাই বুধবারের মিছিলে আন্দোলনকারীদের হাতে ‘নিখোঁজ অধ্যক্ষ’ লেখা পোস্টারও দেখা যাচ্ছে।

< CISF in RG Kar Case: সুপ্রিম নির্দেশের পরদিনই আরজি করে CISF কর্তারা, কবে থেকে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী? >

এদিনের মিছিল থেকে আন্দোলনকারী পড়ুয়া চিকিৎসকরা তাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এদিন স্বাস্থ্য ভবন অভিযানের মধ্য দিয়ে জুনিয়র চিকিৎসকরা স্বাস্থ্যভবনের আধিকারিকদের সঙ্গে দেখা করে ডেপুটেশন জমা দিতে চান। এদিকে আজ সকালের CISF-র ডিজি নিজে বাহিনী নিয়ে আরজি কর হাসপাতালে পৌঁছেছেন। ঘুরে দেখেন হাসপাতাল চত্ত্বর। কোথায় কোথায় নিরাপত্তার গাফিলতি রয়েছে তা এদিন খতিয়ে দেখা হয়। গতকাল সুপ্রিম নির্দেশে কলকাতা পুলিশের থেকে আরজি কর হাসপাতালের নিরাপত্তার দায়িত্ব CISF-র হাতে তুলে দেওয়া হয়।

protest rally RGKar medical college &amp; hospital
Advertisment