/indian-express-bangla/media/media_files/2025/09/22/1000225382-2025-09-22-20-46-13.jpg)
Malda news: রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের।
বেহাল রাস্তার প্রতিবাদ জানিয়ে বাঁশের ব্যারিগেট দিয়ে রাজ্য সড়ক অবরোধ, তার ওপর টায়ার জ্বালিয়ে চললো ঘন্টার পর ঘন্টা বিক্ষোভ। সোমবার দুপুরে স্থানীয় ব্যবসায়ীদের এমনই প্রতিবাদ ও বিক্ষোভের জেরে রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়েছে হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের দুর্গাবাড়ি মোড় এলাকায়। প্রায় দুই ঘন্টা পর অবরোধকারীদের সঙ্গে কথা বলতে আসেন সংশ্লিষ্ট ব্লকের জয়েন বিডিও সোনাম ওয়াদি লামাং। কিন্তু বিক্ষোভকারী ব্যবসায়ীরা জয়েন ভিডিওর সামনেই বেহাল রাস্তার প্রতিবাদ জানিয়ে সোচ্চার হন।
এরপর ঘটনার খবর পেয়ে ওই এলাকায় পৌঁছায় হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী। দীর্ঘক্ষণ পুলিশ ও প্রশাসনের কর্তাদের সঙ্গে আলোচনার পর অবশেষে ব্যবসায়ীরা অবরোধ তুলে নেন। বিক্ষোভকারী ব্যবসায়ীদের অভিযোগ, হরিশ্চন্দ্রপুরের শহীদ মোড় থেকে বারদুয়ারি এলাকা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তার পিচের অংশ বলতে কিছু নেই। বড় বড় গর্ত এবং বর্ষার মরশুমে বৃষ্টির জল জমে একাকার হয়ে রয়েছে।
এই এলাকায় অসংখ্য জামা কাপড় নানান প্রসাধনী সামগ্রির দোকান রয়েছে। অথচ বেহাল রাস্তার কারণে খদ্দেররা দোকানে আসছেন না। পুজোর মরশুমে পুরো বাজারটাই মার খেলো। অসংখ্য ব্যবসায়ীরা পুরো লোকসানের মুখে পড়ে এখন তাদের দিশেহারা অবস্থা। এর কারণ একমাত্র বেহাল রাস্তা। তাই এদিন এই রাস্তা সংস্কারের প্রতিবাদ জানিয়ে অবরোধ বিক্ষোভ দেখানো হয়েছে।
হরিশ্চন্দ্রপুর ব্যবসায়ী সমিতির সভাপতি ডাব্লু রজক বলেন, প্রায় দুই কিলোমিটার খানাখন্দে ভর্তি রয়েছে এলাকার রাস্তাটি । রাস্তার বেহাল অবস্থার কারণে ব্যবসা একেবারে মার খাচ্ছে।প্রশাসনকে বহুবার জানালেও কোনও ব্যবস্থা নেওয়া হয় নি।তাই এদিন রাস্তায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন অসংখ্য ব্যবসায়ীরা। আর তাদেরকে আমরা সমর্থন জানিয়েছি।
হরিশ্চন্দ্রপুর ব্যবসায়ী সমিতির সম্পাদক পবন কেডিয়া বলেন, পুজোর মুখে ব্যবসায়ীরা ভালো রোজগার করবে এমনটাই আশা করে থাকেন। কিন্তু এবারে সেটা হলো না। এর একমাত্র কারণ হচ্ছে বেহাল রাস্তা। তাই এদিনের আন্দোলনের মাধ্যমে বলা হয়েছে দ্রুত রাস্তা সংস্কার না হলে আগামীতে বিক্ষোভ আরো বৃহত্তর হবে।
হরিশ্চন্দ্রপুরের তৃণমূল দলের বিধায়ক তথা রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী তাজমুল হোসেন বলেন, ওই এলাকার রাস্তা দিয়ে আমিও মাঝেমধ্যে যাতায়াত করি। বিষয়টি শুনেছি। আশা করছি খুব শীঘ্রই দ্রুত ওই এলাকার রাস্তার সংস্কারের কাজ শুরু হয়ে যাবে।
হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের জয়েন বিডিও সোনাম ওয়াদি লামাং জানিয়েছেন, বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেছি । আশা করছি খুব শীঘ্রই রাস্তা সংস্কারের কাজ শুরু হয়ে যাবে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us