Advertisment

বিক্ষোভের মুখে অভিষেক, পথ আটকালেন 'বিদ্রোহী' তৃণমূল কর্মী-সমর্থকরাই

নবজোয়ার কর্মসূচিতে ভোট দেওয়া নিয়ে তৃণমূল কর্মীদের ক্ষোভ-বিক্ষোভের ছবি ধরা পড়েছে। যা নিয়ে ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কড়া বার্তাও দিয়েছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
supreme court directs ed cbi to interrogate abishek banerjee in kuntal ghosh letter case , বিরাট ধাক্কা অভিষেকের, কুন্তলের চিঠি মামলায় বড় নির্দেশ সুপ্রিম কোর্টের

কী নির্দেশ দিল শীর্ষ আদালত?

নব-জোয়ার কর্মসূচি নিয়ে বিগত ১০দিন ধরে উত্তরবঙ্গের একের পর এক জেলায় ঘুরছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবারই মালদায় পৌঁছেছেন তিনি। আর সেখানেই কর্মীদের বিক্ষোভের মুখে পড়তে হল তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড-কে। বৃহস্পতিবার দুপুরে ইংলিশ বাজার ব্লকের সাতটারি এলাকা দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় মোথাবাড়িতে জনসভার উদ্দেশ্য যাচ্ছিলো। ঠিক সেই সময় সাতটারি এলাকায় অভিষেকের কনভয় আটকে ব্লক তৃণমূল সভাপতি এবং পঞ্চায়েতের প্রধান, উপ প্রধানের বিরুদ্ধে কোটি কোটি টাকা তছরুপের অভিযোগ তোলন দলেরই একাংশের কর্মী, সমর্থকরা। বেশ কয়েকজন তৃণমূল কর্মীই একেবারে অভিষেকে গাড়ির সামনেই বিক্ষোভ দেখাতে শুরু করেন। আটকে যায় তাঁর কনভয়। তৈরি হয় বিশৃঙ্খলা। এরপর গাড়ি থেকে নেমে বিক্ষোভকারীদের কথা শুনতে দেখা যায় তৃণমূলের সর্বভারতীয় সম্পাদকতৃণমূলের সর্বভারতীয় সম্পাদককে।

Advertisment

বিক্ষোভকারীদের অভিযোগ, বিনোদপুরের পঞ্চায়েত প্রধানকে এবার টিকিট দেওয়া যাবে না। শুধু তাই নয়, পঞ্চায়েত প্রধান কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ গ্রামবাসীদের। এই দুর্নীতির সঙ্গে স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান ও দলের ব্লক সভাপপতিও জড়িত বলে দাবি তাঁদের। বিক্ষোভকারীরা নিজেদের তৃণমূল কর্মী, সমর্থক বলেও দাবি করেন।

বিক্ষোভকারীদের সঙ্গে নিজে কথা বলেন অভিষেক। পুরো বিষয়টি বিক্ষোভকারীদের বোঝানোর চেষ্টা করেন তিনি। বেশ কিছুক্ষণ বোঝানোর পর শান্ত হয় পরিস্থিতি। বিক্ষোভকারীদের দাবি, দাদা অভিষেক বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছেন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার। জানা গিয়েছে, পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে একটি অভিযোগ পত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে জমা দিয়েছেন বিক্ষোভকারী তৃণমূল কর্মী, সমর্থকরা।

নবজোয়ার কর্মসূচিতে ভোট দেওয়া নিয়ে তৃণমূল কর্মীদের ক্ষোভ-বিক্ষোভের ছবি ধরা পড়েছে। যা নিয়ে ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কড়া বার্তাও দিয়েছেন।

abhishek banerjee Maldah Naba Joar TMC tmc Malda
Advertisment