Suvendu Adhikari: ফের একবার প্রবল বিক্ষোভের মুখে পড়ে মেজাজ হারালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার তিনি গিয়েছিলেন নদিয়ার গাংনাপুরে। সেখানে স্থানীয়দের একাংশ তাঁর গাড়ি ঘিরে প্রবল বিক্ষোভ দেখায়। এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।
শুক্রবার রানাঘাট দক্ষিণ বিধানসভার অন্তর্গত গাংনাপুর এলাকায় গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এই এলাকায় উপনির্বাচনের পর বেছে বেছে বিজেপি কর্মী সমর্থকদের বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ তুলেছে গেরুয়া শিবির। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে পদ্ম শিবির।
শুক্রবার গাংনাপুরে আক্রান্ত দলীয় কর্মীদের সঙ্গে দেখা করতে তাদের বাড়িতে গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আক্রান্ত পরিবারগুলির সঙ্গে কথা বলেছেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। তাঁদের সঙ্গে দেখা করে ফেরার পথে স্থানীয়দের কয়েকজন তাকে ঘিরে প্রবল বিক্ষোভ দেখাতে শুরু করে।
আরও পড়ুন- Premium: দুরন্ত দক্ষতায় অকল্পনীয় নজির! অভানীয় প্রতিভায় ‘ভারতশ্রেষ্ঠ’ বাংলার খুদেকন্যা
শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে 'চোর চোর' স্লোগান ওঠে। রাগে গাড়ি থেকে নেমে শুভেন্দু অধিকারী ছুটেও যান কয়েকজনের দিকে। এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, "ওরা ভেবেছিল আমি পালিয়ে যাব। কিন্তু আমি পালিয়ে যাওয়ার লোক নই। গাংনাপুর থানার ওসি দাঁড়িয়ে থেকে বিষয়টিকে আরও বেশি মদত দিয়েছেন। ওর বিরুদ্ধে হাইকোর্টে মামলা করব।"
পরে এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, "আজ আমি গাংনাপুরে গিয়েছিলাম। সদ্য সমাপ্ত রানাঘাট দক্ষিণ বিধানসভা উপনির্বাচনে হিন্দু ভোটারদের সাথে দেখা করতে গিয়েছিলাম। যাদের ভোট দিতে দেওয়া হয়নি। তৃণমূলের গুন্ডারা আমাকে বাধা দেয়। ওদের খারাপ উদ্দেশ্য ছিল এবং আমার পথ আটকায়। গাংনাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার উপস্থিতিতে ঘটনাটি ঘটে। অনুপম ঢালী, যিনি উপনির্বাচনের সময় সংগঠিত ভোট লুটের ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করেছিলেন।"