Mamata Banerjee: অক্সফোর্ডের মঞ্চে ধেয়ে এল আরজি কর 'বাণ'! 'সোজা ব্যাটে' খেলেই জবাব দিলেন মুখ্যমন্ত্রী

Mamata Banerjee's speech at Oxford University event: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কেলগ কলেজের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাষণ শুরু করতেই বেশ কয়েকজন প্ল্যাকার্ড-ফেস্টুন হাতে বিক্ষোভ শুরু করেন।

Mamata Banerjee's speech at Oxford University event: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কেলগ কলেজের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাষণ শুরু করতেই বেশ কয়েকজন প্ল্যাকার্ড-ফেস্টুন হাতে বিক্ষোভ শুরু করেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Protests during Mamata Banerjees speech at Oxford University event

Protests during Mamata Banerjees speech at Oxford University event: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর ভাষণ শুরু হতেই বিক্ষোভ।

Protests during Mamata Banerjee's speech at Oxford University event: প্রত্যাশিতভাবেই অক্সফোর্ডের মঞ্চে আরজি কর 'বাণ' ধেয়ে এল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দিকে।  গতকাল অক্সফোর্ডের কেলগ কলেজের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বক্তব্য শুরু করতেই হাতে বিক্ষোভ দেখাতে শুরু করেন কয়েকজন। আরজি করের ঘটনা থেকে শুরু করে রাজ্যে ভোট পরবর্তী হিংসা এমনকী টাটার বিদায়-পর্ব নিয়েও কটাক্ষ ধেয়ে আসতে থাকে মুখ্যমন্ত্রীর দিকে। এদিকে, তাঁকে ঘিরে অক্সফোর্ডের মঞ্চে বিক্ষোভ যে হতে পারে সেব্যাপারে আগেভাগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই কারণে তিনিও আগে থেকে যেন 'তৈরি' হয়েই এসেছিলেন। অত্যন্ত দক্ষতার সঙ্গে সংযত হয়েই বিক্ষোভ-পরিস্থিতি সামাল দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Advertisment

গতকাল কেলগ কলেজের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বক্তব্য শুরু করতেই আরজি কর কাণ্ড নিয়ে তাঁকে প্রশ্ন করেন বিক্ষোভকারীরা। হাতে প্ল্যাকার্ড, ফেস্টুন নিয়ে বেশ কয়েকজন বিক্ষোভকারী রীতিমতো দাঁড়িয়ে পড়েন।

মুখ্যমন্ত্রীও অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিস্থিতি সামাল দেন। তিনি বলেন, "আমাকে অপমান করছেন করুন। দেশকে অপমান করবেন না।" মুখ্যমন্ত্রী একথা বলতেই তাঁর বিরুদ্ধে সুর আরও চড়িয়ে পোস্টার হাতে রীতিমতো চিৎকার শুরু করে দেয় একদল বিক্ষোভকারী। তারপরেও মুখ্যমন্ত্রী বলেন, "ধন্যবাদ, আমাকে এভাবে স্বাগত জানানোর জন্য। এটাই তো গণতন্ত্র। আপনারা নিজেদের দাবিগুলো আমাকে জানাতেই পারেন। তবে আমি মানসিকভাবে তৈরি হয়েই এসেছিলাম। আমি বছরে দু'বার করে অক্সফোর্ডে আসব। যতবার বলবেন ততবার আসব। আমাকে ভয় দেখিয়ে লাভ নেই। ভালো করে কোনও কাজ করে দিতে বললে ঘর মুছে, কাপড় কেচে, রান্না করে, বাসন মেজে দেব। কিন্তু ভয় দেখালে হবে না। কারণ আমি ভয় পাই না। আমি মাথা নত করি একমাত্র জনতার সামনে।"

উল্লেখ্য, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কেলগ কলেজ কর্তৃপক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়কে বক্তৃতার জন্য আমন্ত্রণ জানিয়েছিল। অক্সফোর্ডের মঞ্চে তাঁর ভাষণ চলাকালীন সেখানে গন্ডগোল হতে পারে বা আরজি কর প্রসঙ্গ উঠতে পারে এ কথা আগেই আন্দাজ করেছিলেন মুখ্যমন্ত্রী। এমন কোনও পরিস্থিতির সম্মুখীন হলে তিনিও 'সোজা ব্যাটে'ই খেলবেন বলে আগেই জানিয়েছিলেন তাঁর সঙ্গে সফররত সাংবাদিকদের। রীতিমতো 'তৈরি' হয়েই গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আর তাই তাঁর বক্তৃতার মাঝে বিক্ষোভ শুরু হতেই দক্ষতার সঙ্গে সেই পরিস্থিতির সামাল দেন তিনি। তাঁর রাজনৈতিক জীবনের শুরুর দিকে কলকাতায় তাঁর আক্রান্ত হওয়ার কিছু ছবি তিনি সঙ্গে নিয়ে গিয়েছিলেন।

Advertisment

বিক্ষোভকারীরা সুর চড়াতেই সেই ছবি দেখিয়েও পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন মমতা। গতকাল কেলগ কলেজের ওই অনুষ্ঠানে যখন বিক্ষোভকারীরা তাঁর বিরুদ্ধে সুর চড়াচ্ছে তখন বরাবর অত্যন্ত সংযত দেখিয়েছিল মুখ্যমন্ত্রীকে। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিক্ষোভকারীদের প্রশ্নের জবাব দিচ্ছেন, অন্যদিকে করতালিতে ফেটে পড়ছিল সভা-কক্ষ। এছবিও নজর এড়ায়নি কারও।

 তবে গতকালের অশান্তি নিয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, বিক্ষোভকারীরা তাঁদের কেউ নন। বহিরাগতরা ওই অনুষ্ঠানে গিয়ে বিক্ষোভ দেখিয়েছেন। এমন অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হওয়ার জন্য পরবর্তী সময়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও ক্ষমা প্রার্থনা করেছে কর্তৃপক্ষ।

RG Kar Medical College RG Kar Case news of west bengal news in west bengal Bengali News Today Oxford university CM Mamata banerjee