২১শের মঞ্চ থেকে সিপিআইএম নেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যকে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী। তার কয়েক ঘন্টা যেতে না যেতেই এবার মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ চুড়লেন কলকাতার প্রাক্তন মেয়র। বললেন, 'দু'সপ্তাহের মধ্যে হয় অভিযোগ প্রমাণ করুন, নয় তো পাগলা গারদে যান।'
শিক্ষক নিয়োগ দুর্নীতি ইস্যুতে এ দিন বিরোদীদের জবাব দেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১৭ হাজার চাকরি প্রস্তুত থাকলেও মামলার জন্যই তা দেওয়া যাচ্ছে না বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর। এ জন্য মূলত সিপিএণকে-ই দায়ী করেছেন মমতা। তাঁর প্রশ্ন, 'আপনাদের আমলে কটা চাকরি দিয়েছিলেন?'
এরপরই বিকাশবাবুকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। বলেন, 'সিপিএমের বিকাশবাবু খালি চাকরি কাড়তে মামলা করছেন। আপনার সময়ের ফাইলগুলো বের করব? কারা বার্থ সার্টিফিকেট পেয়েছিল? বলেছিলাম বদলা নয়, বদল চাই। তাই কিছু করিনি।'
এই অভিযোগের প্রেক্ষিতেই মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে দেন বিকাশরঞ্জন ভট্টাচার্য। বলেন, 'আমার একটা সুনির্দিষ্ট প্রস্তাব আছে। একটা তদন্তকমিটি হোক, সেই কমিটির চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়ই হোন। তদন্ত করে আগামী দু'সপ্তাহের মধ্যে এরকম একটা পাবলিক মিটিং করে জানিয়ে দিন। আমি ১ হাড়ি রসগোল্লা খাওয়াবো। আর যদি না করতে পারেন, তাহলে পাগলা গারদে চলে যান।'
মুখ্যমন্ত্রীর গোটা অভিযোগই ভিত্তিহীন বলে দাবি করেছেন বিকাসরঞ্জন ভট্টাচার্য। তবে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এ জন্য মানহানির মামলা তিনি করবেন না বলেই জানিয়েছেন এই বাম নেতা। কেন? জবাবে বিকাশবাবু বলেছেন, 'যাদের কথার কোনও বাস্তব ভিত্তি নেই, যে কথার কোনও মৌলিক সততা নেই, মানহানির মামলা করে তাদের গুরুত্ব বাড়াতে চাই না। মামলা করা মানে সময় নষ্ট করা।'