নতুন মাঝেরহাট সেতুর বরাদ্দ পেল পাঞ্জাবের একটি সংস্থা। এক বছরের মধ্যে সেতুর কাজ সম্পূর্ণ করা হবে। সোমবার নবান্ন সূ্ত্রে জানা গিয়েছে, পাঞ্জাবের ওই সংস্থাকে মাঝেরহাট সেতু তৈরির বরাত দিয়েছে পূর্ত দপ্তর। এই প্রকল্পে বরাদ্দ করা হয়েছে ১৬০ কোটি টাকা। ৪ সেপ্টেম্বর মাঝেরহাট সেতু ভেঙে পড়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, এক বছরের মধ্যে নতুন সেতু নির্মাণের কাজ সম্পূর্ণ করা হবে। পাশাপাশি সেতু বিপর্যয় নিয়ে তদন্ত করতে মুখ্য সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করেছিলেন তিনি। ওই কমিটি সুপারিশ করেছিল সেতুর বাকি অংশ ভেঙে ফেলার।
আরও পড়ুন: ভেঙে পড়া ইতিহাসের পাশে মাঝেরহাটের ভবিষ্যতের বেলি ব্রিজ, দেখুন ফটো গ্যালারি
৪ সেপ্টেম্বর বিকেলে হঠাৎই মাঝেরহাট সেতু ভেঙে পড়ে। দুর্ঘটনায় শেষ অবধি চারজনের মৃত্যু হয়। বেশ কয়েকজন গুরুতর আহত হন। সেতু ভাঙা নিয়ে মেট্রোর সঙ্গে চাপান-উতোর চলে রাজ্য প্রশাসনের। মাঝেরহাট সেতু ভেঙে পড়ায় বেহালার সঙ্গে কলকাতার যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। ডায়মন্ড হারবার, কাকদ্বীপ সহ দক্ষিণ ২৪ পরগণার একটা বড় অংশের সঙ্গেও সড়কপথে যোগাযোগ ব্যবস্থায় বিপর্যয় দেখা দেয়। রাজ্য সরকার তড়িঘড়ি উদ্যোগ নিয়ে ৩৮ দিনের মধ্যে একটি বেইলি ব্রিজ তৈরি করে দেয়। তার ফলে ওই অঞ্চলের সঙ্গে যোগাযোগ ব্যবস্থায় কিছুটা হলেও উন্নতি হয়।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, পুজোর আগেই মাঝেরহাট সেতু নিয়ে গ্লোবাল টেন্ডার ডেকেছিল পূর্ত দপ্তর, এবং ৮-১০টি সংস্থা ওই টেন্ডারে অংশ নেয়। তার মধ্যে থেকে পাঞ্জাবের ওই সংস্থাকে বরাত দেয় পূর্ত দপ্তর। জানা গিয়েছে, ওই সংস্থার সেতুর নকশা খতিয়ে দেখেছেন পূর্ত দফতরের ইঞ্জিনিয়াররা। তাদের আধুনিক ডিজাইন পছন্দ হয়েছে পূর্ত দপ্তরের আধিকারিকদের। তারপরই সিদ্ধান্ত নেওয়া হয়, পাঞ্জাবের ওই সংস্থাকে বারত দেওয়ার। আপাতত অর্থ দপ্তরের কাছে প্রস্তাব গিয়েছে। অর্থ দপ্তর ওয়ার্ক অর্ডার বের করলেই কাজ শুরু হয়ে যাবে। একবছর বাদে নতুন সেতু উদ্বোধন হবে মাঝেরহাটে, এটাই আশা।