New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/02/TMC_66e127.jpg)
TMC: এই ছবিটিই ভাইরাল হয়েছে।
TMC: এই ছবিটিই ভাইরাল হয়েছে।
TMC: সম্ভবত কোনও বনভোজনে গিয়ে তৃণমূল নেতার অশালীন আচরণ সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে। সামজমাধ্যমে তৃণমূলের (TMC) এক জেলা নেতার এমন কীর্তি ভাইরাল হতেই সমালোচনার ঝড়। BJP-র তরফে এক্স হ্যান্ডলে তৃণমূলের নেতার এমন কীর্তি ভাইরাল হতেই জোরদার চর্চা শুরু।
সম্প্রতি পূর্ব বর্ধমান (Purba Bardhaman) জেলা INTTUC সভাপতি সন্দীপ বসুর একটি ভিডিও ভাইরাল (Viral) হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিও-টি কোথায় কিংবা কবে তোলা সেবিষয়ে কিছু জানা না গেলেও ঘটনা প্রকাশ্যে আসতেই সমালোচনার ঝড়। অশ্লীল ভঙ্গিতে সম্ভবত কোনও বনভোজনে গিয়ে নাচতে দেখা যাচ্ছে জেলা তৃণমূলের এই নেতাকে।
Sandeep Basu's obscene dance as INTTUC Bardhaman Purba District President is a stain on Bengali political values, exposing the low standards of TMC and INTTUC leaders. A disgraceful reflection on the party's ethics.
Does Mamata Banerjee condone such obscenity? #MamataBanerjee pic.twitter.com/drefSVLo3j— BJP West Bengal (@BJP4Bengal) February 2, 2024
বিজেপির তরফে সোশ্যাল মিডিয়ায় পোস্টে লেখা হয়েছে, "INTTUC বর্ধমান পূর্ব জেলা সভাপতি হিসেবে সন্দীপ বসুর অশ্লীল নৃত্য বাঙালি রাজনৈতিক মূল্যবোধের উপর একটি দাগ, যা TMC এবং INTTUC নেতাদের নিম্ন রুচি প্রকাশ করে। দলের নীতি-নৈতিকতার একটি কলঙ্কজনক প্রতিফলন।"
আরও পড়ুন- পঞ্চায়েত প্রধানদের স্বামীদের জন্যও দুরন্ত উদ্যোগ TMC সরকারের! ব্যতিক্রমী তৎপরতার চর্চা তুঙ্গে
এদিকে, যাঁর বিরুদ্ধে এই অভিযোগ পূর্ব বর্ধমানের আইএনটিটিইউসি নেতা তথা কালনার তৃণমূল কাউন্সিলর সন্দীপ বসুর সাফাই, "এটা ফেক ভিডিও। আমাকে হেয় করতেই এই ধরনের ভিডিও পোস্ট করা হয়েছে।"