Success Story: শিক্ষকতাকে ভালবেসেই বাংলার প্রতিভাবান যুবক রাজা মাজি মহাকাশ গবেষণা সংস্থা ইসরোয় (ISRO) কাজের সুযোগ পেয়েও তা প্রত্যাখ্যান করেছিলেন। এহেন এক শিক্ষক গেট (GATE) পরীক্ষায় ভারতসেরা হওয়ায় আজ গর্বিত গোটা বাংলা। রাজার এই দুরন্ত সফলতায় গর্বিত তাঁর পরিবার, আত্মীয়স্বজন থেকে শুরু করে পাড়া-প্রতিবেশী ও ছাত্রছাত্রীরা। তবে এত বড় সাফল্যের সিখর স্পর্শ করেও শিক্ষকতা পেশাকে আঁকড়ে ধরে থাকার সিদ্ধান্তেই রাজা অবিচল রয়েছেন।
রাজ-রাজাদের শহর হিসেবেই পরিচিত বর্ধমান (Burdwan)। সেই বর্ধমানের খালুইবিলুই মাঠ এলাকার বাসিন্দা রাজা মাজি (Raja Maji)। তিনি ২০১০ সালে বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুল থেকে মাধ্যমিক (Madhyamik) পাশ করেন। এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে তিনি স্নাতক হন। স্নাতক হয়ে ৫ বছর ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে (Indian Oil Corporation) চাকরি করেন। তবে শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণের লক্ষ্যে রাজা কেন্দ্রীয় সরকারের অধীন ওই তেল সংস্থার চাকরিও ছেড়ে দেন।
পরে তিনি বাঁকুড়ার বিষ্ণুপুরের ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষকতার চাকরিতে যোগ দেন। এখানে চাকরিরত অবস্থায় তিনি ইঞ্জিনিয়ারিংয়ে উচ্চশিক্ষার প্রবেশিকা পরীক্ষা ‘গ্রাজুয়েট আপটিটিউট টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং’ অর্থাৎ গেট (GATE) পরীক্ষায় বসার সিদ্ধান্ত নেন। সর্বভারতীয় স্তরের এই পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে রাজা তাক লাগিয়ে দিয়েছেন। রাজ্যের 'শষ্যগোলা' বর্ধমানের এক শিক্ষকের ভারতসেরা হওয়ার এই খবরে উচ্ছ্বসিত বঙ্গের শিক্ষকসমাজ।
আরও পড়ুন- Wonder Girl: অকল্পনীয় সৃজনশীলতায় অত্যশ্চর্য সাফল্যের শিখরে বঙ্গতনয়া! অভাবনীয় স্বীকৃতির বিরল নজির
রাজার সাফল্যের কথা শুনে যারপরনাই খুশি পদ্মশ্রী (Padma Shri) সন্মানে ভূষিত জেলার আউশগ্রামের শিক্ষক সুজিত চট্টোপাধ্যায়। তিনি বলেন, "আমাদের জেলার তরুণ প্রতিভাবান শিক্ষক রাজা মাজির সাফল্যের কাহিনী শুনে আমিও গর্বিত। রাজা দৃষ্টান্ত তৈরি করলেন।"
আরও পড়ুন- Kolkata Weather Today: পিছু ছাড়ছেই না দুর্যোগ! দোলের দিনেও বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায়?
এদিকে, রাজা জানিয়েছেন তিনি শিক্ষকতাই করতে চান। তাই ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের চাকরি ছেড়ে দেন। মহাকাশ গবেষণা সংস্থা ইসরোয় কাজের সুযোগ পেয়েও সেখানে যাননি তিনি। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত গেট ( GATE) পরীক্ষায় বসেন তিনি। মার্চে পরীক্ষার ফল প্রকাশিত হতেই তিনি জানতে পারেন তিনিই প্রথম স্থান অধিকার করেছেন। রাজার কথায়, "উচ্চ শিক্ষার জন্যই আমি এই পরীক্ষা দিয়েছিলাম। তবে শিক্ষকতাকেই আঁকড়ে থাকব।"