Advertisment

Digha: পর্যটকদের স্বার্থে অভূতপূর্ব উদ্যোগ! এবার ফাটাফাটি আনন্দের স্রোতে ভাসুন দিঘায়

Digha: সমুদ্রনগরী দিঘাকে ঢেলে সাজিয়েছে বর্তমান রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গত কয়েকবছরে দিঘার আনাচে-কানাচে ঢালাও উন্নয়নের কাজ হয়েছে। তবে বেশ কিছু ক্ষেত্রে রাজ্যের এই সৈকত নগরীর সুরক্ষা নিয়েও প্রশ্ন উঠেছে। এবার পর্যটক তথা গোটা সমুদ্র শহরের স্বার্থে যুগান্তকারী এক বন্দোবস্ত করেছে প্রশাসন।

author-image
IE Bangla Web Desk
New Update
purba medinipur district Administration launched swagata portal in Digha, দিঘা, দীঘা, স্বাগত পোর্টাল

Digha: দিঘার অপরূপ সমুদ্র সৈকত।

Digha: রাজ্যের পর্যটন মানচিত্রে সমুদ্রনগরী দিঘার (Digha) স্থান বরাবরই উপরের দিকে থাকে। কম খরচে অনাবিল আনন্দের স্রোতে ভেসে যেতে দিঘার জুড়ি মেলা ভার। পূর্ব মেদিনীপুরের এই সৈকত শহর বরাবরই পর্যটনের (Tourism) আঙিনায় একটি বড় অংশের বাঙালির কাছেই 'পারফেক্ট চয়েজ'। এই দিঘাতেই এবার পর্যটকদের সুরক্ষা তথা সার্বিকভাবে এই সমুদ্র শহরের নিরাপত্তায় যুগান্তকারী এক পদক্ষেপ প্রশাসনের।

Advertisment

গত ১ আগস্ট থেকে পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) জেলা পুলিশের 'অতিথি' পোর্টালের বদল ঘটিয়ে 'স্বাগত' (Swagata) পোর্টাল চালু হয়েছে পরীক্ষামূলকভাবে। এতে দিঘায় এলে কী কী পরিষেবা মিলবে, কোন হোটেলে কতগুলি রুম ফাঁকা আছে, কোথায় কোথায় ঘুরতে পারবেন, কী দেখবেন তারও উল্লেখ রয়েছে বলে জানিয়েছেন মহকুমা শাসক ও দিঘা-শংকরপুর উন্নয়ন পর্ষদের আধিকারিক সৌভিক ভট্টাচার্য।

দিঘায় বেড়াতে এলে যে কোনও হোটেল থেকে এই পোর্টালে নাগরিকরা তথ্য দিলে তা চলে যাবে পুলিশের কাছে। পুলিশ সেই তথ্য যাচাই করে দেখবে। যদি কোনও অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত কেউ দিঘায় ঢোকেন, তবে সহজেই পুলিশের কাছে সেই খবর পৌঁছে যাবে। পুলিশ তৎক্ষনাৎ উপযুক্ত পদক্ষেপ করবে।

আরও পড়ুন- Hilsa: ইলিশপ্রেমীদের জন্য দারুণ আনন্দের বাম্পার খবর! কী জানাচ্ছেন মৎস্যজীবীরা?

উল্লেখ্য, ভিনরাজ্য থেকে অসামাজিক কাজ করে জনবহুল দিঘায় গিয়ে আত্মগোপন করার বহু ঘটনা এর আগে সামনে এসেছে। কিছুদিন আগেই দিঘার হোটেল থেকে কুখ্যাত জঙ্গি পর্যন্ত ধরা পড়েছে। তবে এবার একদিকে 'স্বাগত' পোর্টালের মাধ্যমে যেমন এক ক্লিকেই পর্যটকেরা দিঘার যাবতীয় তথ্য পাবেন, তেমনই দুস্কৃতীদের ধরতেও এই পোর্টাল অনবদ্য সুবিধা দেবে পুলিশকে। তবে আপাতত পরীক্ষামূলকভাবে এই পোর্টাল কাজ শুরু করেছে।

আরও পড়ুন- RG Kar Case: আরজি করে তরুণী চিকিৎসক খুন, টানা জেরায় পুলিশের কাছে বিস্ফোরক স্বীকারোক্তি ধৃতের

Digha Tourism Tourist Digha
Advertisment