Police Initiative: বয়ঃসন্ধির ছাত্রছাত্রীদের অনেকেই তাঁদের মনের কথা পরিবার-প্রিয়জন কিংবা শিক্ষক-শিক্ষিকাদের জানাতে এখনও একটু-আধটু সংকোচ বোধ করেন। যে কারণে অনেক সময়েই তাঁদের মন বুঝতে ব্যর্থ হন বাবা-মায়েরাও। এরই জেরে ঠিক কোন সময়ে সন্তানদের প্রতি আরও একটু বেশি যত্নবান হতে হবে তা বুঝেই উঠতে পারেন না অভিভাবকরা। প্রকট এই সমস্যার সমাধানে এবার অভূতপূর্ব এক তৎপরতা নিল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ।
ছাত্রছাত্রীদের মনের কথা জানতে এবার বিশেষ উদ্যোগ পুলিশের। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ এবার ছাত্র-ছাত্রীদের বয়ঃসন্ধির কথা শুনবে! তাঁদের উপযুক্ত নিরাপত্তার পাশাপাশি সামাজিক দায়িত্ব পালনে এবার ছাত্র-ছাত্রীদের ঠিকঠাক পরামর্শও দেবেন পুলিশের কর্তারা। পূর্ব মেদিনীপুর জেলার স্কুলে স্কুলে লাগানো হচ্ছে 'স্বয়ংসিদ্ধা' নামক একটি বক্স। বয়ঃসন্ধি প্রত্যেকের জীবনে একটা বিশেষ সন্ধিক্ষণ। এই সময় শরীরের ভিতরে হরমোনগত পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানসিক এবং শারীরিক নানা পরিবর্তন ঘটে। এই সময়ে স্বভাবে ফুটে ওঠে কিছু বৈশিষ্ট্য ও পরিবর্তন। যে সময় মনের সুপ্ত বাসনা অনেক সময় পারিপার্শ্বিক সামাজিক বা পারিবারিক ভয়ে প্রকাশ হয় না।
মনোবিদদের মতে, পূর্ণাঙ্গ মানুষ হওয়ার পথে বয়ঃসন্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ। এই সময় ছেলেমেয়েদের শরীর ও মনের বিকাশ ঘটে। এই সময় ছেলেমেয়েরা তাদের মনের কথা খুলে বলতে ভয় পায় কিংবা কুণ্ঠাবোধ করে। তাই বয়ঃসন্ধিকালের ছেলেমেয়েদের প্রতি বিশেষ যত্ন নেওয়ার কথা বলে থাকেন মনোবিদরা। এবার তাদের মনের কথা জানতে বিশেষ উদ্যোগ নিল পূর্ব মেদনীপুর জেলা পুলিশ।
'স্বয়ংসিদ্ধা' প্রচার অভিযান শুরু করেছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। জেলার বিভিন্ন প্রান্তে স্কুলে-স্কুলে পৌঁছে যাচ্ছে পুলিশ। লাগানো হচ্ছে 'স্বয়ংসিদ্ধা' বক্স। ছাত্রছাত্রীরা তাদের মনের কথা লিখে সেই বক্সে জমা করছে। পরে তা পুলিশের হাতে পৌঁছোচ্ছে। সেই মতো প্রয়োজনে সংশ্লিষ্ট ছাত্রছাত্রীদের অভিভাবকের সঙ্গে কথা বলে সমস্যা মেটানোর চেষ্টা করছে পুলিশ।
আরও পড়ুন- Travel: স্নিগ্ধ-শীতল পাহাড়ি গ্রামে হাত বাড়ালেই মেঘ! চোখ জুড়নো এতল্লাট উত্তরবঙ্গের নতুন আবিস্কার!
এ বিষয়ে পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য বলেন, 'বয়সন্ধিকালে ছাত্র-ছাত্রীদের নানা সমস্যা থাকে। তারা মন খুলে সব কিছু বলতে পারে না। মন খুলে বলতে না পারায় তাদের সমস্যা হয়। যা তাদের বিপথগামী করে তুলতে পারে। স্কুলে স্কুলে স্বয়ংসিদ্ধা নামক একটি বক্স লাগানো হচ্ছে। যেই বক্সে ছাত্রছাত্রীরা তাদের মনের কথা জানানোর পাশাপাশি তাদের নিরাপত্তার অভাব বোধের কথা জানাতে পারবে। তাদের সেই মনের কথা জেনে সংশ্লিষ্ট উপদেশ হচ্ছে। জেলার ১০০টি স্কুলে এই ধরনের বক্স লাগান হয়েছে। পুজোর আগে জেলার প্রায় সব স্কুলে আমরা পৌঁছে যাওয়ার উদ্যোগ নিয়েছি।'
পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে জেলার বিভিন্ন ব্লকের মোট ১০০ স্কুলে স্বয়ংসিদ্ধা বক্স লাগানোর পাশাপাশি ছাত্রছাত্রীদের বয়ঃসন্ধির কথা শুনছে পুলিশ। এখনও পর্যন্ত এর মাধ্যমে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে ভালো পরিমাণ সাড়া পাওয়া গিয়েছে।
প্রাথমিকভাবে বেশ কিছু স্কুলে 'স্বয়ংসিদ্ধা' নামক বক্স বসানো হয়েছে। পুজোর আগে জেলার প্রতিটি ব্লকে ১০ টি করে প্রায় ২৫০টি স্কুলে বক্স বসানো হবে। শুধু বক্স বসানো নয়। বক্সের মধ্যে জমা হওয়া পড়ুয়াদের মনের কথা সমাধান করার ব্যবস্থা করা হবে।