Advertisment

ফের ছুটবে পুরী-দিঘা, পুরী-হাওড়া শতাব্দী এক্সপ্রেস, কবে থেকে?

বাঙালি পর্যটকদের জন্য সুখবর।

author-image
IE Bangla Web Desk
New Update
Puri-Digha Express Puri-Howrah Shatabdi services restored Indian Railways

রেলের ঘোষণায় স্বস্তি।

চলতি সপ্তাহ থেকেই ফের ছুটবে পুরী-দিঘা-পুরী এক্সপ্রেস এবং পুরী-হাওড়া শতাব্দী এক্সপ্রেস। বিজ্ঞপ্তি জারি করে জানাল রেল। চলতি মাসের ১০ তারিখ, অর্থাৎ আগামী পরশু থেকেই চাকা গড়াবে পুরী-হাওড়া শতাব্দী এক্সপ্রেসের। অন্যদিকে ১২ তারিখ (শুক্রবার) থেকে চলাচল করবে পুরী-দিঘা-পুরী সাপ্তাহিক এক্সপ্রেস।

Advertisment

জানুন সময়সূচি-

পুরী-দিঘা-পুরী এক্সপ্রেস (সাপ্তাহিক)

পুরী-দিঘা-পুরী এক্সপ্রেস (২২৮৯০) প্রতি শনিবার রাত ৯বেজে ৫মিনিটে পুরী স্টেশন থেকে ছাড়বে এবং পরের দিন সকাল ৬ বেজে ৩৫ মিনিটে দিঘায় পৌঁছবে। উল্টো পথে দিঘা-পুরী এক্সপ্রেস (২২৮৯০) প্রতি দিঘা স্টেশন থেকে রবিবার সকাল ৫টা বেজে ২৫ মিনিটে দীঘা থেকে ছাড়বে এবং পরের দিন দুপুর ২ বেডে ৫৫ মিনিটে পুরীতে পৌঁছাবে।

পুরী-হাওড়া শতাব্দী এক্সপ্রেস

পুরী-হাওড়া শতাব্দী এক্সপ্রেস (১২২৭৮) প্রতিদিন সকাল ৫ বেজে ৪৫ মিনিটে পুরী স্টেশন থেকে ছাড়বে এবং একই দিনে দুপুর ১টা বেজে ৪৫ মিনিটে হাওড়া পৌঁছাবে। ফের ওই ট্রেনই হাওড়া থেকে প্রতিদিন দুপুর ২ বেজে ১৫ মিনিটে ছাড়বে এবং একই দিন রাত ৯টা বেজে ৫০ মিনিটে পুরীতে পৌঁছাবে।

Digha Puri Indian Railways indian railway Howrah
Advertisment