scorecardresearch

ফের ছুটবে পুরী-দিঘা, পুরী-হাওড়া শতাব্দী এক্সপ্রেস, কবে থেকে?

বাঙালি পর্যটকদের জন্য সুখবর।

Puri-Digha Express Puri-Howrah Shatabdi services restored Indian Railways
রেলের ঘোষণায় স্বস্তি।

চলতি সপ্তাহ থেকেই ফের ছুটবে পুরী-দিঘা-পুরী এক্সপ্রেস এবং পুরী-হাওড়া শতাব্দী এক্সপ্রেস। বিজ্ঞপ্তি জারি করে জানাল রেল। চলতি মাসের ১০ তারিখ, অর্থাৎ আগামী পরশু থেকেই চাকা গড়াবে পুরী-হাওড়া শতাব্দী এক্সপ্রেসের। অন্যদিকে ১২ তারিখ (শুক্রবার) থেকে চলাচল করবে পুরী-দিঘা-পুরী সাপ্তাহিক এক্সপ্রেস।

জানুন সময়সূচি-

পুরী-দিঘা-পুরী এক্সপ্রেস (সাপ্তাহিক)

পুরী-দিঘা-পুরী এক্সপ্রেস (২২৮৯০) প্রতি শনিবার রাত ৯বেজে ৫মিনিটে পুরী স্টেশন থেকে ছাড়বে এবং পরের দিন সকাল ৬ বেজে ৩৫ মিনিটে দিঘায় পৌঁছবে। উল্টো পথে দিঘা-পুরী এক্সপ্রেস (২২৮৯০) প্রতি দিঘা স্টেশন থেকে রবিবার সকাল ৫টা বেজে ২৫ মিনিটে দীঘা থেকে ছাড়বে এবং পরের দিন দুপুর ২ বেডে ৫৫ মিনিটে পুরীতে পৌঁছাবে।

পুরী-হাওড়া শতাব্দী এক্সপ্রেস

পুরী-হাওড়া শতাব্দী এক্সপ্রেস (১২২৭৮) প্রতিদিন সকাল ৫ বেজে ৪৫ মিনিটে পুরী স্টেশন থেকে ছাড়বে এবং একই দিনে দুপুর ১টা বেজে ৪৫ মিনিটে হাওড়া পৌঁছাবে। ফের ওই ট্রেনই হাওড়া থেকে প্রতিদিন দুপুর ২ বেজে ১৫ মিনিটে ছাড়বে এবং একই দিন রাত ৯টা বেজে ৫০ মিনিটে পুরীতে পৌঁছাবে।

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Puri digha express puri howrah shatabdi services restored indian railways