Advertisment

Vistadome Train: পুরী যাচ্ছেন? পর্যটকদের জন্যই দুরন্ত বন্দোবস্ত! অভূতপূর্ব উদ্যোগে বেড়ানোর ফাটাফাটি অভিজ্ঞতা শীঘ্রই

Puri-Konark Vistadome train service: বছরভর পুরীতে পর্যটকদের ভিড় থাকে। দেশের একাধিক রাজ্য এমনকী বিদেশ থেকেও পর্যটকরা এসে ভিড় জমান ওড়িশার এই পর্যটন কেন্দ্রে। বাঙালিদের একটি বড় অংশ বছরে বেশ কয়েকবার পুরী ঘুরতে যায়। পুরীকে কেন্দ্র করে আরও বেশ কিছু পর্যটন কেন্দ্র রয়েছে। কোনারকের সূর্য মন্দির থেকে শুরু করে উদয় গিরি, খণ্ড গিরি, ধবল গিরি ছাড়াও ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দির, নন্দনকানন-সহ একাধিক দর্শনীয় স্থানে বেড়াতে যান পর্যটকরা। এবার পর্যটকদের জন্যই পুরীতে এক দুরন্ত পদক্ষেপ রেলমন্ত্রকের। ইতিমধ্যেই এব্যাপারে বেশ খানিকটা তৎপরতা নেওয়া হয়ে গিয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Puri Konark Vistadome train service update

Puri: পর্যটকদের সুবিধার্থে অভূতপূর্ব এই উদ্যোগ নেওয়া হয়েছে।

Vistadome Train: ভ্রমণপ্রিয় বাঙালির সেকেন্ড হোম পুরী (Puri)। জগন্নাথ ধামে (Jagannath Temple) বেড়াতে যেতে বাঙালির বিশেষ কোনও বাহানা লাগে না। একটু সুযোগ মিললেই দিন কয়েকের জন্যও পুরী ঘুরে আসেন অনেকে। পুরী মানেই সমুদ্রের উথাল-পাথাল করে দেওয়া ঢেউয়ে চুটিয়ে স্নান। সকাল-সকাল বেরিয়ে জগন্নাথ দেবের দর্শন ও পুজো দেওয়া। এছাড়াও পুরী গিয়ে কোনারকের (Konark) সূর্য মন্দির (Sun Temple) থেকে শুরু করে ধবল গিরি (DhawalGiri), উদয় গিরি (Udayagiri)-খণ্ড গিরি (Khandagiri)-সহ ভুবনেশ্বরের (Bhubaneswar) একাধিক দর্শনীয় স্থানেও ভিড় জমান পর্যটকরা (Tourists)। পুরী থেকে কোনারকের সূর্য মন্দির যেতে এতদিন সড়কপথই ছিল একমাত্র ভরসা। তবে এবার পুরী থেকে কোনারক যেতে নতুন এক তৎপরতা কেন্দ্রের।

Advertisment

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের (Ashwini Vaishnaw) ঘোষণা অনুযায়ী জানা গিয়েছে, শীঘ্রই পুরী থেকে কোনারক যাওয়ার জন্য চালু হতে চলেছে ভিস্তাডোম ট্রেন (Vistadome train)। এবার এই অত্যাধুনিক ট্রেনে চেপেই পুরী থেকে কোনারকের সূর্য মন্দিরে পৌঁছে যেতে পারবেন পর্যটকরা। নতুন এই উদ্যোগের জেরে পর্যটকরা দারুণ উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। একইসঙ্গে রেলমন্ত্রকের (Rail Ministry) অভূতপূর্ব এই তৎপরতা ওড়িশার (Odisha) পর্যটনের (Odisha Tourism) বিকাশে আরও বেশি সহায়ক হতে চলেছে বলেও মনে করছে ওয়াকিবহাল মহল।

publive-image
ভিস্তাডোম ট্রেনের ছবি।

অত্যাধুনিক প্রযুক্তির এই বিশেষ ট্রেন চালাতে ইতিমধ্যেই বিপুল বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার। এই ভিস্তাডোম ট্রেনের সব কামারগুলিই শীতাতপ নিয়ন্ত্রিত। এছাড়াও ট্রেনের জানলা স্বচ্ছ কাচের। ভিতরে বসেই বাইরের নানা দৃশ্য উপভোগ করতে পারবেন পর্যটকেরা। এমনকী এই ট্রেনে চেপেই দেখা যাবে জগন্নাথ মন্দিরের (Jagannath Temple) শোভাও। অত্যাধুনিক কামরার অত্যন্ত আরামদায়ক সিটে বসে বেড়াতে যাওয়ার ষোলোআনা মজা চুটিয়ে উপভোগের সুযোগ মিলবে। এককথায় এই ভিস্তাডোম ট্রেনে চেপে বেড়ানোর অনিন্দ্যসুন্দর অভিজ্ঞতায় পর্যটকরা মোহিত না হয়ে যাবেন বলেই আশা রেলের।

আরও পড়ুন- Puri: পুরী যাচ্ছেন? অভূতপূর্ব দুরন্ত এপ্রান্ত পুরীর নতুন আবিষ্কার! না দেখে ফিরলে পস্তাবেনই!

পুরী থেকে কোনারক পর্যন্ত এই ভিস্তাডোম ট্রেন প্রসঙ্গে রেলন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, এই রেললাইনের চাহিদা ছিল দীর্ঘদিনের। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এই পথে ট্রেন চালানোর জন্য অনুমতি দিয়েছেন। রেলমন্ত্রকের তরফেও সবরকমের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। পুরী থেকে কোনারক পর্যন্ত এই ভিস্তাডোম ট্রেন পরিষেবা শুরু হলে এই এলাকায় পর্যটনের দারুণ বিকাশ হবে বলে আশাবাদী রেলও।

আরও পড়ুন- Digha: দিঘা যাচ্ছেন? এখবর আগে পড়ুন! পর্যটকদের জন্যই যুগান্তকারী এই উদ্যোগ

রেলমন্ত্রী জানিয়েছেন, ২১৫ হেক্টর জায়গা নিয়ে ভিস্তাডোম ট্রেনের রেললাইন তৈরি করা হচ্ছে। ৩২ কিলোমিটার দীর্ঘ এই রেলপথের ডিজাইনও প্রায় তৈরি করে ফেলেছে রেলমন্ত্রক। রাজ্য সরকারের কাছে প্রয়োজনীয় সাহায্য চাওয়া হবে। মোটের উপর জগন্নাথ ধাম পুরী থেকে কোনারকের সূর্য মন্দির পর্যন্ত ভিস্তাডোম ট্রেনে পর্যটকদের সওয়ারি আর মাত্র কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে বলে আশাবাদী রেলও।

Puri Puri sea beach Konark Sun Temple Puri Konark Vistadome train Vistadome train
Advertisment