বাংলা থেকে আরও পাঁচটি রুটে বন্দে ভারত এক্সপ্রেস চালুর খবর রটেছিল। তবে সেই খবরের কোনও ভিত্তি নেই বলে জানিয়ে দিল রেল। আপাতত হাওড়া-নিউ জলপাইগুড়ি, হাওড়া পুরী এবং নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি রুটে তুফান গতিতে ছুটছে বন্দে ভারত এক্সপ্রেস। খবর রটে যে এরাজ্য থেকেই আরও একাধিক রুটে বন্দে ভারতের চাকা গড়াবে। তবে সেই খবরের কোনও ভিত্তি নেই বলে জানিয়ে দিয়েছে রেল।
রেল বিবৃতি দিয়ে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে হাওড়া–গয়া, আসানসোল–বারাণসী, আসানসোল–পুরী, মালদা টাউন–পাটনা, হাওড়া–আজিমগঞ্জ, জামালপুর–শিয়ালদহ, শিয়ালদহ–লালগোলা, হাওড়া – ভাগলপুর ইত্যাদি রুটে বন্দে ভারত চালানোর এখনই কোনও পরিকল্পনা নেই রেলের।
আপাতত বিভিন্ন রেলওয়ে জোনের যে রুটগুলিতে বন্দে ভারত এক্সপ্রেস চলছে সেগুলিতেই যাত্রীদের দৃষ্টি রাখতে বলা হয়েছে। এব্যাপারে সবসময় ভারতীয় রেলের অফিসিয়াল বিজ্ঞপ্তিগুলি দেখতে বলা অনুরোধ করা হচ্ছে যাত্রীদের।