/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/04/bjp.jpg)
পদ্ম পতাকা হাতে বাউল দিব্যেন্দু দাস।
গেরুয়া শিবিরে নাম লেখালেন পদ্মশ্রী প্রাপ্ত শিল্পী পূর্ণদাস বাউলের ছেলে দিব্যেন্দু দাস। শুক্রবার রাজ্য বিজেপি-র সদর দফতরে পদ্ম পতাকা হাতে তুলে নেন তিনি। বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের উপস্থিতিতে বিজেপি-তে যোগদান করেছেন তিনি।
বিজেপিতে যোগ দিয়ে দিব্যেন্দু দাস বলেন, 'একটা বাড়ি, রাজ্য বা দেশের উন্নতির জন্য স্বাস্থ্য এবং শিক্ষাক্ষেত্রে উন্নতির প্রয়োজন। আপনারা সকলেই জানেন বাংলার এখন কী অবস্থা। আমি সাধারণ মানুষের কাছে নিজের বক্তব্য পৌঁছে দিতে চেয়েছিলাম। আর সেই জন্যই আমি বিজেপি-তে যোগদান করেছি।'
একুশের নির্বাচনের পর বঙ্গ বিজেপি-তে বড়সড় ভাঙন ধরেছিল। একাধিক অভিনেতা-অভিনেত্রী গেরুয়া শিবির ছেড়েছিলেন। তালিকায় রয়েছেন বনি সেনগুপ্ত থেকে শুরু করে শ্রাবন্তীও। এরই মধ্যে শিল্পী দিব্যেন্দু দাসের বিজেপি-তে যোগদান গেরুয়া শিবিরকে বেশ কিছুটা অক্সিজেন জোগাবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
রাজ্যে পঞ্চায়েত নির্বাচন আসন্ন। সেক্ষেত্রে তিনি কি প্রার্থী হবেন? এই প্রশ্নের জবাবে দিব্যেন্দু দাস বলেন, 'দল যদি প্রার্থী করতে চায় অবশ্যই হব। এখন আমি নরেন্দ্র মোদীর দলের সদস্য। আমার রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি যেভাবে নির্দেশ দেবেন আমি সেভাবে এগোব।'
বাউল সম্রাট পূর্ণদাসের জমি রয়েছে ইলামবাজারের কামারপাড়ায়। অভিযোগ ওই জমি জবরদখল হয়ে গিয়েছে। তাঁর অভিযোগ, 'ইলামবাজারের এই জমি আমি আমার তিন ছেলের নামে করে দিয়েছিলাম। দু’বছর আগে শেষবার এসেছিলাম। পরে খবর পাই আমার জমিতেই কংক্রিটের নির্মাণ শুরু হয়ে গেছে। অথচ আমি কাউকে জমি বিক্রি করিনি। কীভাবে কারা এই নির্মাণ করল কিছুই বুঝতে পারছি না। আমি মুখ্যমন্ত্রীকে জানিয়েছি। কিন্তু এখনও কোনও সুরাহা হয়নি।'
গোটা বিষয়টিতে প্রশাসনের তরফে মাপঝোপ হয়েছে। পূর্ণদাস বাউলের আক্ষেপ যে, নিজভূমেই নিজের জমি বেদখল হয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রীকে জানিয়েও এখনও কোনও সুরাহা হয়নি। এরপরই পূর্ণদাস বাউলের ছেলে দিব্যেন্দুর বিজেপিতে যোগদান।