Advertisment

আমূল দুধের গাড়ি উল্টোতেই উদ্ধার গরু, ‘পাচারের নয়া ছক’, শুভেন্দুর নিশানায় মমতা

পুরুলিয়ায় ৬০ নং জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ে আমূলের একটি গাড়ি। সেই গাড়ি থেকেই উদ্ধার হয় ২০-২২টি গরু।

author-image
IE Bangla Web Desk
New Update
purulia milk container carrying cows makes accidents, suvendu shouts cow smuggling

পুরুলিয়ায় দুর্ঘটনার কবলে গরুবোঝাই গাড়ি।

আবারও শুভেন্দু অধিকারীর নিশানায় মমতা বন্দ্যোপাধ্যায়। এবার পুরুলিয়ায় পথ দুর্ঘটনার কবলে পড়া আমূলের একটি গাড়ি নিয়ে গরু পাচার তত্ত্ব খাড়া করে তৃণমূল সুপ্রিমোকে আক্রমণ বিজেপি নেতার। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির মধ্যেই ছিল ২০-২২টি গরু। দুর্ঘটনায় কয়েকটি গরুর মৃত্যুও হয়েছে। এই দুর্ঘটনা নিয়েই এবার গরু পাচার তত্ত্ব সামনে এনেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমূলের গাড়ি থেকে গরু উদ্ধার নিয়ে শুভেন্দুর কটাক্ষ, 'পাচারের নয়া ছক'।

Advertisment

উল্লেখ্য, মঙ্গলবার সকালে পুরুলিয়ার বিষপুরিয়ার কাছে ৬০ নং জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ে আমূলের একটি গাড়ি। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির দরজা খুললে একে একে বেরিয়ে পড়ে ২০-২২টি গরু। দুর্ঘটনার জেরে বেশ কয়েকটি গরুর মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। এদিকে, এই দুর্ঘটনা নিয়েও রাজ্যের শাসকদলকে নিশানা করে সোচ্চার হয়েছে বিজেপি। তাঁদের দাবি, আমূলের গাড়িতে তুলে গরু গুলি পাচারের চেষ্টা হচ্ছিল।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টুইটে পুরনো একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, ''কোটি কোটি টাকার গরু পাচারকারী চক্র পশ্চিমবঙ্গে এখনও সক্রিয় রয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশে বিএসএফ স্ক্রু টাইট দিয়েছে। সেই কারণেই গরু পাচারের আগের পরীক্ষিত পদ্ধতিগুলি কাজ করছে না। পুরনো পদ্ধতিতে গরু পাচার করা এখন কঠিন কাজ হয়ে গিয়েছে।''

আরও পড়ুন- পার্থর হাজিরা নিয়ে বিশেষ আর্জি প্রেসিডেন্সি জেল-সুপারের, বড় সিদ্ধান্ত আদালতের

আরও একটি টুইটে এদিনের দুর্ঘটনার একটি ভিডিও পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। তিনি লিখেছেন, ''পশ্চিমবঙ্গ পুলিশকে মমতা বন্দ্যোপাধ্যায় গরু পাচারের অভিনব উপায় খুঁজে বের করতে বলেছেন। পুষ্পা সিনেমা থেকে অনুপ্রেরণা নিয়ে পুরুলিয়ায় আমূলের দুধের গাড়িতে গরু পাচার হচ্ছিল। গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ায় গোটা বিষয়টি প্রকাশ্যে চলে এসেছে।''

Mamata Banerjee purulia Suvendu Adhikari Road Accident Cow Smuggling
Advertisment