QS World University Rankings 2025: বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়গুলির তালিকা প্রকাশিত হয়েছে। এই তালিকায় পশ্চিমবঙ্গের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় কলকাতা ও যাদবপুরের Ranking কত জানেন? মোট ৬১% ভারতীয় বিশ্ববিদ্যালয় এই তালিকায় স্থান পেয়েছে। যেখানে ২৪ শতাংশ বিশ্ববিদ্যালয় তাদের আগের স্থান ধরে রাখতে সক্ষম হয়েছে। অন্যদিকে ৯ শতাংশ শিক্ষা প্রতিষ্ঠান বিশ্বব্যাপী এই র্যাংকিংয়ে নেমে গিয়েছে।
QS World University Rankings 2025-এ বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়গুলির তালিকা প্রকাশিত হয়েছে। গোটা দেশের মধ্যে এই তালিকায় শীর্ষ রয়েছে IIT Bombay। বিশ্বব্যাপী এই তালিকায় সেরার সেরা ইউনিভার্সিটির তকমা আবারও ধরে রাখতে সক্ষম হয়েছে স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (MIT)। এই বছর ১৩ তম বারের জন্য 'বিশ্বের সেরা ইনস্টিটিউট'-এর স্বীকৃতি ধরে রাখতে সক্ষম হয়েছে এই প্রতিষ্ঠানটি।
এ বছর ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি বম্বে (IIT Bombay) ২০২৪-এর ১৪৯ নম্বর স্থান থেকে ২০২৫ Ranking-এ ১১৮তে উঠে এসেছে। অন্যদিকে IIT Delhi এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (IISC) বেঙ্গালুরু যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে।
আরও পড়ুন- Digha: এখবরে ভ্রমণপিপাসুদের মনে সুনামি বইবে! মাত্র ৪৫ টাকায় হাওড়া থেকে দিঘা, কীভাবে? জানুন ঝটপট
IIT Kharagpur এই তালিকায় দেশের মধ্যে চতুর্থ স্থান অর্জন করতে পেরেছে। এর আগেই বিশ্বসেরা প্রতিষ্ঠানের তালিকায় ২৭১ নম্বরে ছিল IIT Kharagpur-এর স্থান। তবে এবার দেশের খ্যাতনামা এই শিক্ষা প্রতিষ্ঠানটি এই তালিকায় ২২ নম্বর স্থানে উঠে এসেছে। তালিকায় আইআইটি খড়গপুরের পরেই রয়েছে আইআইটি মাদ্রাজ, আইআইটি কানপুর।
আরও পড়ুন- Travel: কলকাতার কাছেই ফাটাফাটি ৫ নতুন সমুদ্র সৈকত আবিষ্কার! বাংলার পর্যটনের মুকুটে নয়া পালক!
দেশের শীর্ষ ২০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে চন্ডীগড় বিশ্ববিদ্যালয়, আইআইটি হায়দ্রাবাদ, মুম্বাই বিশ্ববিদ্যালয়-সহ খ্যাতনামা আরও একাধিক শিক্ষা প্রতিষ্ঠান। এই তালিকায় ২১ ও ২২ নম্বর স্থানে রয়েছে কলকাতার দুই বিখ্যাত বিশ্ববিদ্যালয়। ২১ নম্বরে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং ২ নম্বরে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়।