Kolkata Doctor Rape-Murder Case: আর জি কর মেডিক্যাল কলেজ থেকে ইস্তফা দেওয়ার দিনই ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ করা হয় সন্দীপ ঘোষকে। তিনি চাকরি থেকে ইস্তফা দিতে চাইলেও তা গ্রহণ করেনি স্বাস্থ্য ভবন। এবার সন্দীপ ঘোষকে নিয়ে নতুন করে আন্দোলন শুরু হল ন্যাশনাল মেডিক্যালে। তাঁর বিরুদ্ধে প্রতিবাদ-বিক্ষোভ জারি মঙ্গলবারেও। এদিন সকাল থেকে অধ্যক্ষের ঘরের সামনে অবস্থান বিক্ষোভে ডাক্তারি পড়ুয়ারা। তাঁকে ঘরে ঢুকতে দেবেন না তাঁরা।
এদিন অধ্যক্ষের ঘরের সামনে বিক্ষোভ শুরু করেন পড়ুয়ারা। সন্দীপ ঘোষের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়। যাতে তিনি কাজে যোগ দিতে না পারেন তার জন্য ব্যারিকেড গড়ে বিক্ষোভের ভাবনা চিন্তা করছেন বিক্ষোভকারীরা। সোমবার সন্ধে থেকেই হাসপাতাল চত্বরে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন পড়ুয়াদের একাংশ। তালা ঝুলিয়ে দেওয়া হয় অধ্যক্ষের ঘরে। আন্দোলনকারীদের দাবি, কোনও অবস্থাতেই সন্দীপ ঘোষকে তাঁরা নয়া অধ্যক্ষ হিসাবে মেনে নেবেন না।
প্রসঙ্গত, আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে জুনিয়র চিকিৎসকদের লাগাতার আন্দোলনের জেরে শেষমেষ পদত্যাগ করেন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। সোমবার সকালে আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষ জানিয়েছেন, কারও চাপের জন্য নয়, নিজের ইচ্ছাতেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের অভিযোগে উত্তাল গোটা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা। আর জি কর হাসপাতালেও তরুণী খুনের বিচার চেয়ে লাগাতার চলছে বিক্ষোভ-আন্দোলন। জুনিয়র চিকিৎসকরা নাছোড় আন্দোলন চালিয়ে যাচ্ছেন হাসপাতাল চত্বরে। সেই সঙ্গে কয়েকদিন ধরেই হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষের পদত্যাগের দাবিতে সুর চড়াচ্ছিল একাধিক চিকিৎসক সংগঠন।
আরও পড়ুন সকালেই ইস্তফা, বিকেলেই নিযুক্তি! আরজি করের অধ্যক্ষ এবার কলকাতারই অন্য মেডিক্যাল কলেজে
কী বলেছেন সন্দীপ ঘোষ?
আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরাও সন্দীপ ঘোষের পদত্যাগের দাবিতে সোচ্চার হয়েছিলেন। প্রবল চাপের মুখে আরজি কর হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষ পদত্যাগ করছেন বলে জানিয়েছেন। সাংবাদিকদের তিনি বলেন, “ছাত্র-ছাত্রীদের কাছে আমার পদত্যাগের বিষয়টিই কাম্য ছিল। গত কয়েকদিনে বিভিন্ন মাধ্যমে আমি যে কটুক্তি সহ্য করেছি, আমার পরিবার, সন্তানরা যা সহ্য করেছে তাতে বাবা হিসেবে আমি লজ্জিত। সেই কারণে আমি পদত্যাগ করলাম।”
এদিকে, সোমবার বিকেলেই ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ করা হয় সন্দীপ ঘোষকে। আর জি কর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ করা হয় সুহৃতা পালকে। এর পাশাপাশি সোমবারই ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অজয় রায়কে বদলি করা হয়েছে স্বাস্থ্য ভবনে। আর জি কর মেডিক্যাল কলেজের এমএসভিপি হিসেবে বুলবুল মুখোপাধ্যায়কে নিয়োগ করেছে সরকার।
আরও পড়ুন প্রবল চাপে পদত্যাগ আরজি করের অধ্যক্ষের, পদ ছেড়ে কী বললেন সন্দীপ ঘোষ?