Advertisment

RG Kar Incident: নবান্ন অভিযানের আড়ালে ভয়ঙ্কর ষড়যন্ত্র! বিস্ফোরক অভিযোগ পুলিশের

পুলিশের তরফে প্রশ্ন তোলা হয়েছে ছাত্র সমাজ কেন ছাত্র স্বার্থ বিরোধী কাজকর্ম করছে?

author-image
IE Bangla Web Desk
New Update
Nabanna Abhijan, manoj verma, kolkata police, RG kar

পুলিশের তরফে প্রশ্ন তোলা হয়েছে ছাত্র সমাজ কেন ছাত্র স্বার্থ বিরোধী কাজকর্ম করছে?

RG Kar Incident: আর জি কর-কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চেয়ে মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে 'পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ' নামে একটি সংগঠন। আগামীকালই রয়েছে NTA-র পরীক্ষা। ছাত্রছাত্রীদের সুবিধার্থে পর্যাপ্ত পুলিশ থাকবে বলে জানানো হয়েছে রাজ্য পুলিশের তরফে। পাশাপাশি মঙ্গলবারের প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্যপুলিশ।

Advertisment

রাজ্য পুলিশের তরফে এডিজি (আইনশৃঙ্খলা) মনোজ ভার্মা এক সাংবাদিক সম্মেলনে বলেন, নবান্ন সংরক্ষিত অঞ্চল। কালকের অভিযানের জন্য কোন সংগঠনের তরফে কোন অনুমতি চাওয়া হয়নি। পাশাআপশি আগামীকাল রয়েছে NTA-র পরীক্ষা। নবান্ন চত্ত্বরে কর্মসূচী করতে গেলে তার জন্য যথাযথ অনুমতি প্রয়োজন হয়। কিন্তু সেই অনুমতি নেওয়া হয়নি। অন্য কোথায় কর্মসূচীর কথা জানালে আমরা সাহায্য করতে পারি। সাধারণ মানুষের যাতে কোন অনুবিধা না হয় তার জন্য পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে। পরীক্ষার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। কালকের নবান্ন অভিযানের নেপথ্যে রয়েছে দুষ্কৃতীরা, তথ্য আছে পুলিশের কাছে। পরীক্ষার্থীদের যাতে কোন সমস্যা না হয় পুলিশের চেষ্টা করবে।

নবান্ন অভিযানের নামে শহরে অশান্তি ছড়ানোর ছক কষছে দুষ্কৃতিরা। শহরের নামী পাঁচতারা হোটেলে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতার সঙ্গে বৈঠক করছে সংগঠনের এক নেতা। এমনই বিস্ফোরক তথ্য প্রকাশ্যে আনলেন রাজ্য পুলিশের এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার। তিনি বলেন, এই বিষয়ে তথ্য প্রমাণ আমরা আদালতে পেশ করব। সাধারণ মানুষকে অভিযান এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন তিনি। পাশাপাশি পুলিশের তরফে প্রশ্ন তোলা হয়েছে ছাত্র সমাজ কেন ছাত্র স্বার্থ বিরোধী কাজকর্ম করছে? পুলিশের আশঙ্কা মহিলা ও পড়ুয়ায়াদের সামনে রেখে পিছন থেকে অশান্তির ছক করা হচ্ছে।

< RG Kar Protest-Nabanna Abhijan: আরজি কর ইস্যুতে নবান্ন অভিযান, ‘মুখ্যমন্ত্রীর ইস্তফা চাইলে ময়দানে খেলা হবে’, হুঙ্কার তৃণমূলের >

'ছাত্র সমাজ'-এর নবান্ন অভিযান কর্মসূচির কারণে অসংখ্য পরীক্ষার্থী তাঁদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে অসুবিধায় পড়বেন বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে রাজ্য পুলিশের তরফে। পুলিশের তরফে এদিন সংবাদ সম্মেলনে স্পষ্ট করে দিয়ে বলা হয়েছে আইনত নবান্ন অভিযান বেআইনি। নবান্ন চত্বরে মিছিল করতে গেলে পুলিশের অনুমতি প্রয়োজন। নবান্ন সংরক্ষিত অঞ্চল কোন কর্মসূচি করতে গেলে অনুমতি চাইতে হয়। সংরক্ষিত এলাকা নবান্নে কোন কর্মসূচির অনুমতি দেওয়া যায় না। অনুমতি না নেওয়ার কারণে এই কর্মসূচি বেআইনি। অন্য কোথাও করার কথা জানালে আমরা সাহায্য করতে পারি। অনেক দুষ্কৃতি গন্ডগোল চাইছে। গন্ডগোল করে দুষ্কৃতীরা ফায়দা তুলতে চাইছে।

West Bengal Police kolkata Nabanna
Advertisment