Advertisment

'রবীন্দ্রনাথ অশিক্ষিত', শান্তিনিকেতনের উপাসনা গৃহে বসে এ কী বললেন উপাচার্য?

গত কয়েক বছরে নানা কারণে বিতর্কে জড়িয়েছেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। সেই তালিকা আরও দীর্ঘ হল।

author-image
IE Bangla Web Desk
New Update
Rabindranath Tagore was illiterate controversial remarks by viswa bharati vice chancellor bidyut chakrabarty , রবীন্দ্রনাথ অশিক্ষিত বিতর্কিত মন্তব্য করলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী

রবীন্দ্রাথ ঠাকুর, বিশ্বভারতীয় উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী।

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর মন্তব্যে ফের বিতর্ক। শান্তিনিকেতনের ঐতিব্যবাহী উপাসনাগৃহে বসে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে 'অশিক্ষিত' বললেন উপাচার্য! বিদ্যুৎ চক্রবর্তীর সেই মন্তব্য ইতিমধ্যেই ভাইরাল।

Advertisment

কী বলেছেন উপাচার্য?

বুধবার উপাসনাগৃহে বিশেষ প্রার্থনায় বক্তব্য রাখার সময় বিদ্যুৎ চক্রবর্তী বলেছেন, 'রবীন্দ্রনাথের নাম নিয়ে শান্তিনিকেতন এখন স্বার্থসিদ্ধির সোপান হয়েছে। যাঁরা অন্যায় কাজ করেন তাঁরা নিজেদেরকে বলে ওঠেন রাবীন্দ্রিক। রবীন্দ্রনাথ নিজেই অশিক্ষিত। প্রথাগত শিক্ষা তিনি নেননি। বিকল্প শিক্ষাব্যবস্থাকেই তিনি প্রাধান্য দিতেন। শিক্ষা দু’রকমের হয়। এক ধরনের শিক্ষা কেজি থেকে পিজি পড়াশোনা করলাম, ডিগ্রি লাভ করলাম এবং চাকরি করলাম। আর অন্যটি বিকল্প শিক্ষা। রবীন্দ্রনাথের সামাজিক ভাবনাচিন্তা আজও প্রাসঙ্গিক। যে শিক্ষা মানুষকে মানুষ তৈরি করে। সেই শিক্ষায় তিনি বিশ্বাসী ছিলেন। এখন বিশ্বভারতীতে বিকল্প ভাবনা চিন্তায় আঁধার তৈরি হয়েছে।'

গত কয়েক বছরে নানা কারণে বিতর্কে জড়িয়েছেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। সদ্য জমি বিতর্কে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের সঙ্গে সংঘাত চরমে উঠেছে। মামলাও হয়। অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারও সাহায্যের হাত বাড়িয়েছে। এর জেরে রাজ্য ও মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানিয়েছেন উপাচার্য। এছাড়া, তিনি শান্তিনিকেতনের আশ্রমিক থেকেপ্রাক্তনী, রাবীন্দ্রিকদের ভোগবাদী, অর্ধশিক্ষিত বলেও কটাক্ষ করেছিলেন। পাল্টা বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধেও রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক এবং রাজ্যপালের কাছে অভিযোগ জমা পড়েছে।

Visva-Bharati University Bidyut Chakraborty Rabindranath Tagore
Advertisment