Advertisment

Rachana Banerjee: হঠাৎ কাশেম হাটে রচনা! পটল, ঢেঁড়স বেছে কি করবেন হুগলির তৃণমূল প্রার্থী?

সাতসকালে বাজারে সবজি বাছতে দেখা গেল হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দোপাধ্যায়কে।

IE Bangla Web Desk এবং Sayan Sarkar
New Update
Rachana Banerjee election Campaigns in market area hooghly before election

নিজে হাতেই বাজার-রান্না, ভোটপ্রচারে জম-জমাটি জনসংযোগে রচনা

দোকানী ওজন করছেন দাঁড়িপাল্লা দিয়ে। একটা একটা করে ঢেঁড়স বাছছেন হুগলির তৃণমূল প্রার্থী। তাঁকে সবজি কিনতে দেখে বাজারে ভিড় জমে গেল।

Advertisment

ভোটপ্রচারের ধরনের কোনও শেষ নেই। এবার সাতসকালে বাজারে সবজি বাছতে দেখা গেল হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দোপাধ্যায়কে। এর আগে ধোঁয়া ধোঁয়া বলে বিতর্ক ছড়িয়ে ছিলেন। বুধবার শুধু বাজার করেননি। রান্নাও করেছেন দিদি নং ওয়ান।

ঠিক করেছিলেন সকাল সকাল ব্যাগ হাতে বাজারে বেরিয়ে পড়বেন। রান্না করেই খাবেন আজ। হুগলির তৃণমূল প্রার্থী প্রার্থী রচনা বন্দোপাধ্যায়। উল্টোদিকে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় যখন প্রচারের উদ্দেশ্যে পাণ্ডুয়া থানা ঘেরাও করছেন তখন রচনাকে দেখা গেল স্বপার্ষদ চুঁচুড়ার মল্লিক কাশেম হাটে। সঙ্গে স্থানীয় তৃণমূল কাউন্সিলর অর্পিতা সাহা।

প্রচারে বের হবার আগে বাজারের ব্যাগ হাতে হাটে ঢুকে পটল, আলু, পেঁয়াজ কোথাও ঢেঁড়স এবং অবশ্যই মাছ। রচনা বললেন, "বরাবরই আমি বাজার করতে ভালোবাসি। আজ সময় পেলাম তাই চলে এলাম। জনসংযোগও হলো।"

এরই মাঝে একজন প্রতিবন্ধী মহিলা রচনাকে দেখে জড়িয়ে ধরলেন। একেবারে রচনাকে দেখে কেঁদে ফেলে বললেন, "আমরা অবশ্যই আপনার পাশে আছি আমাদেরকে দেখবেন।" রচনাও প্রতি উত্তরে জানান, সুযোগ মিললে অবশ্যই পাশে থাকবেন আগামী দিনে।

Rachana Banerjee loksabha election 2024
Advertisment