Rachana Banerjee Ghugni: গত শনিবার প্রচারে বেরিয়ে এক তৃণমূল কর্মীর বাড়িতে টক দই খেয়েছিলেন তৃণমূলের তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। দারুন প্রশংসা করেছিলেন দই'য়ের। ভাল দই'য়ের জন্য সিঙ্গুর অঞ্চলের গরুদেরও সুখ্যাতি করেছিলেন তিনি। হুগলির তৃণমূল প্রার্থীর সেই বক্তব্য ভাইরাল হয়। আর বৃহস্পতিবার প্রচারে বেরিয়ে রচনা খেলেন ঘুঘনি। কেমন লাগল তাঁর? এবার কী বললেন?
পাণ্ডুয়ার শিখিরা চাপতা পঞ্চায়েতের বেলে গ্রামে বৃহস্পতিবার সকালে ভোটপ্রচারে যান রচনা বন্দ্যোপাধ্যায়। রাস্তার পাশে গরম ঘুগনি বিক্রি হচ্ছে দেখেই দাঁড়িয়ে পড়েন তারকা প্রার্থী। তারপর নিজে ঘুগনি খান, দলীয় কর্মীদেরও খাওয়ান। আর হুগলির ঘুগনি খেয়ে রচনা বললেন, 'খুব ভাল ঘুগনি। আমার বাড়ির চেয়েও ভাল। এখানে সবই ভাল, তাই ঘুগনিও ভাল।' এখানে না থেমে হাসিমুখে তৃণমূলের তারকা প্রার্থী বলেন, 'আমি তো শুধু খাওয়ার মধ্যেই আছি। নিজে খাচ্ছি, অন্যদেরও খাওয়াচ্ছি।'
আরও পড়ুন- BJP VS TMC: মুখ্যমন্ত্রী মমতার মৃত্যু কামনা! বিস্ফোরক অভিজিৎ গঙ্গোপাধ্যায়, ফের কমিশনে তৃণমূল
এরপর মাঠে আলু তোলা হচ্ছে দেখে জমিতে নেমে পড়েন। ক্ষেতমজুরদের সঙ্গে জমিয়ে আড্ডা দেন। পরে হুডখোলা গাড়িতে গ্রামে প্রচার সারেন।
প্রচারের একফাঁকে প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী তথা বিদায়ী সাংসদ লকেট চট্টোপাধ্যায়কেও নিশানা করেন রচনা। লকেটের অভিযোগ, রচনা নাকি 'দিদি নম্বর ওয়ান' থেকে ছুটি নিয়ে এসেছেন। হেরে গিয়ে আবার ফিরে যাবেন। এর জবাবে রচনা বলেন, 'আমি ছুটি নিয়ে আসিনি। আমি ওঁর মতো নই। ও তো ছুটি নিয়ে এসেছিল পাঁচ বছর আগে। আমি রাজনীতিতে নতুন, কিন্তু মন থেকে রাজনীতিটা করব তো! আর মন থেকে যেটা করা হয়, সেখানেই জয়ী হওয়া যায়।'