Advertisment

TMC Candidate List: মিমি-নুসরত অতীত! 'দিদি নং ১' রচনা সেরা বাজি! অগাধ ভরসা জুন-সায়নীতে

Lok Sabha Election 2024-TMC Candidate List: শুধু বিনোদন জগত নয়। এবারেও তৃণমূলের প্রার্থী তালিকায় দেখা গিয়েছে বড়সড় চমক। ক্রীড়া দুনিয়ার একাধিক ব্যক্তিত্ত্বকে এবারেও টিকিট দিয়েছে তৃণমূল। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার কীর্তি আজাদের পাশাপাশি আর কিংবদন্তী জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার ও আইপিএলে খেলে যাওয়া ইউসুফ পাঠানকে টিকিট দিয়েছে জোড়াফুল।

author-image
IE Bangla Web Desk
New Update
rachana banerjee june malia sayani ghosh loksabha election 2024 tmc candidate

Lok Sabha Election 2024-TMC Candidate List: টলিউডের একাধিক অভিনেত্রী এবার তৃণমূলের প্রার্থী।

TMC Candidate List: আবারও তৃণমূলের প্রার্থী তালিকায় (TMC Candidate List) বড় চমক। ফের বিনোদন জগত থেকে তারকা অভিনেত্রীকে এনে রাজনীতির ময়দানে নামিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। জল্পনাটা চলছিল দিন কয়েক ধরেই। এবার সেটাই সত্যি হল। আসন্ন লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) এবার তৃণমূলের টিকিটে লড়াইয়ের ময়দানে জনপ্রিয় টিভি শো 'দিদি নং ১' (Didi Number 1) খ্যাত রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee)।

Advertisment

এবার টলিউড অভিনেত্পী রচনা বন্দ্যোপাধ্যায়কে লোকসভা ভোটের প্রার্থী করল তৃণমূল। হুগলি (Hooghly) থেকে জোড়াফুলের টিকিটে রচনা লড়বেন একদা তাঁরই সহকর্মী তথা আর এক অভিনেত্রী তথা বিদায়ী সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের (Locket Chatterjee) বিরুদ্ধে। হুগলি কেন্দ্র থেকে BJP প্রার্থী করেছে লকেটকে।

অন্যদিকে, তৃণমূল আগেই বিধানসভায় এনেছিল অভিনেত্রী জুন মালিয়াকে (June Malia), একুশের বিধানসভা ভোটে মেদিনীপুর থেকে তৃণমূলের হয়ে জিতেথিলেন জুন। এবার সেই মেদিনীপুর (Medinipur) লোকসভা কেন্দ্র থেকেই তৃণমূল প্রার্থী করেছে জুন মালিয়াকে।

আরও পড়ুন- Tmc Candidate List Lok Sabha Election 2024: দুরন্ত চমক তৃণমূলের! লোকসভার প্রার্থী তালিকায় সীমাহীন ঝটকা! নাম দেখে তাজ্জব বনে যাবেন!

একইভাবে অভিনেত্রী তথা বর্তমানে যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষকে (Sayani Ghosh) যাদবপুর থেকে প্রার্থী করেছে জোড়াফুল। বিদায়ী সাংসদ শতাব্দী রায় (Satabdi Roy) এবারও বীরভূমের তৃণমূলের প্রার্থী। বিহারীবাবু শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha) এবারেও দাঁড়াচ্ছেন সেই আসানসোল (Asansol) থেকেই।

আরও পড়ুন- TMC Candidate List-Loksabha Election 2024: ২২ গজের তুখোড় খিলাড়িরা তৃণমূলের প্রার্থী! বিরোধী বধে মগজাস্ত্রে শান মমতার!

উল্লেখযোগ্যভাবে তৃণমূল এবার সঙ্গে রাখেনি আর এক টলিউড অভিনেত্রী তথা বিদায়ী সাংসদ নুসরত জাহানকে (Nusrat Jahan)। বসিরহাট (Basirhat) কেন্দ্রের বিদায়ী সাংসদ নুসরত সন্দেশখালির (Sandeshkhali) ঘটনার পর থেকেই জোর চর্চায়। সন্দেশখালি তাঁরই সংসদীয় এলাকার মধ্যে পড়ে। তবুও ঘটনার পর থেকে দ্বীপাঞ্চলের মাটিতে পা পর্যন্ত রাখেননি সেখানকার সাংসদ।

আরও পড়ুন- TMC Jana Garjana Sabha-Abhishek Banerjee: ‘আজ ট্রেলার দেখালাম, সিনেমাটা নির্বাচনে…’, চিল-চিৎকার হুঙ্কারে ব্রিগেড কাঁপালেন অভিষেক

শেষমেশ নুসরতকে আর টিকিট দেয়নি তৃণমূল। অন্যদিকে, কয়েক সপ্তাহ আগে সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন মিমি চক্রবর্তীও। এবার মিমির ছেড়ে যাওয়া যাদবপুরেই তৃণমূলের বাজি সায়নী ঘোষ। দেব (Deb) ওরফে দীপক অধিকারী এবারেও ঘাটালের তৃণমূল প্রার্থী।

Tmc Candidate List Mamata Banerjee loksabha election 2024
Advertisment