/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/03/Rachana-Banerjee-Sidhant-Mohapatra.jpg)
Rachana Banerjee-Sidhant Mohapatra: রচনা বন্দ্যোপাধ্যায় ও তাঁর প্রাক্তন স্বামী সিদ্ধান্ত মহাপাত্র।
Sidhant Mohapatra-BJP: এই প্রথম নির্বাচনের ময়দানে 'দিদি নং ১' (Didi No 1) খ্যাত অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee)। তার প্রাক্তন স্বামী সিদ্ধান্ত মহাপাত্র (Sidhant Mohapatra) এবার দলবদল করেছেন। তিনি যোগ দিয়েছেন BJP-তে। তবে রচনা যেমন রাজনীতির ময়দানে একেবারে আনকোরা, তাঁর প্রাক্তন স্বামী সিদ্ধান্ত কিন্তু বেশ পোড়খাওয়া। ওড়িয়া (Odiya) ছবির জনপ্রিয় এই অভিনেতা BJD-তে ছিলেন। নবীন পট্টনায়েকের (Naveen Patnaik) দল ছেড়ে এবার তিনি নাম লিখিয়েছিন বিজেপিতে।
ওড়িয়া ছবির জনপ্রিয় অভিনেতা সিদ্ধান্ত মহাপাত্র। টলিউডেও (Tollywood) বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন তিনি। সিদ্ধান্তের রাজনৈতিক কেরিয়ার অনেকদিনের। ওড়িশার শাসকদল বিজেডি-তে ছিলেন তিনি। ২০০৯ ও ২০১৪ সালে পরপর দুটি লোকসভা নির্বাচনে বিজেডির টিকিটে দাঁড়িয়ে (Lok Sabha Election 2024) জয়ী হয়েছিলেন তিনি।
তবে এবার নবীন পট্টনায়েকের দলের সঙ্গে সম্পর্কে দাঁড়ি টেনেছেন সিদ্ধান্ত। তিনি বিজেপিতে যোগ দিয়েছেন। আসন্ন লোকসভা ভোটে (Lok Sabha Polls 2024) তাঁর প্রার্থী হওয়ার সম্ভাবনাও প্রবল।
এদিকে, প্রাক্তন স্বামী BJP-তে যোগ দেওয়ায় তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "আমি দিদির সঙ্গে আছি, দিদির পাশে আছি। আমি এখন হুগলিবাসীর কথাই বলব। কে কোথায় যাচ্ছে, কোথায় যোগদান করছে এত বলার আর ভাবার সময় নেই।"
হুগলি (Hooghly) লোকসভা কেন্দ্র থেকে এবারও দলের বিদায়ী সাংসদ লকেট চট্টোপাধ্যায়কেই প্রার্থী করেছে BJP। লকেটের বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী একদা তাঁরই সহকর্মী রচনা বন্দ্যোপাধ্যায়। রচনা-লকেটের এই লড়াই হুগলির রাজনীতিতে বাড়তি মাত্রা যোগ করেছে তা বলার অপেক্ষা রাখে না।