scorecardresearch

মুম্বই কাঁপিয়ে বাড়ি ফিরলেন বাংলার খুদে কোকিল-কণ্ঠী, তুমুল হইচই

সুরের জাদুতে মাত…

rafa yeasmin saregama little champs return to malda from mumbai, রাফা ইয়াসমিন মালদা সারেগামাপা লিলট চ্যাম্প
রাফাকে সংবর্ধনা মন্ত্রী সাবিনা ইয়াসমিনের। ছবি- মধুমিতা দে

একটা সময় গোটা দেশের কাছে মালদার নাম তুলে ধরেছিলেন প্রাক্তন রেলমন্ত্রী গণিখান চৌধুরী। আর এখন সেই মালদাকে আবারও বিশ্বের মাঝে উজ্জ্বল করে তুলছে ‘সা রে গা মা পা’ লিটিল চ্যাম্পের রাফা ইয়াসমিন। বর্তমানে মালদার বাড়িতে রয়েছেন এই খুদে শিল্পী। শুক্রবার সঙ্গীত শিল্পী রাফা ইয়াসমিনকে বাড়িতে গিয়ে সম্বর্ধনা দেওয়ার সময় এই দাবি করেছেন রাজ্যের সেচ দফতরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন ।

সম্প্রতি একটি বিখ্যাত বেসরকারি টিভি চ্যানেলের সঙ্গীত প্রতিযোগিতার আসরে ষষ্ঠ স্থান অধিকার করেছে মালদার মেয়ে রাফা ইয়াসমিন। তারপরে সে মালদায় ফিরে এসেছে। আর সেই রাফাকে দেখতেই তার বাড়িতে রোজই উপচে পড়ছে, সাধারন মানুষের ভিড়। এত অল্প বয়সে রাফার সুর ও সংঙ্গীত শুনে বলিউডের একের পর এক খ্যাতনামা শিল্পী যেমন অন্নু মল্লিক, উদিত নারায়ন, ইয়ালকা আগনিক সহ অনেকেই সুনাম করেছেন। রাফাকে মুখ্যমন্ত্রী হাত দিয়ে সম্বর্ধনা দেওয়া হবে। তার প্রস্তুতির কথাও এদিন মন্ত্রী সাবিনা ইয়াসমিন জানিয়েছেন।

মালদা শহরের হায়দারপুর এলাকার বাসিন্দা রাফা ইয়াসমিন বাবা মায়ের একমাত্র মেয়ে। ছোট থেকেই গানের প্রতি তার প্রচন্ড শখ। আর সেই গানকে সুন্দরভাবে সুর দিয়ে গাওয়ানোর ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা রয়েছে রাফার বাবা, মায়ের। গত চার মাস আগে মুম্বইয়ের একটি টিভি চ্যানেলে রাফা ইয়াসমিন লিটিল চ্যাম্প প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম দশে উঠে আসে। তারপরে ফাইনাল প্রতিযোগিতায় বলিউড তারকাদের সামনে রাফা ইয়াসমিন ষষ্ঠ স্থান অধিকার করে। মালদায় ফেরার পর থেকেই রাফাকে সম্বর্ধনা জানানোর জন্য এখন বাড়িতে রোজই ভিড় করছেন নেতা-মন্ত্রীরা।

মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেছেন, ‘গণিখান সাহেব যেমন একসময় মালদাকে চিনিয়েছিলেন । আজকে আমরা গর্ববোধ করছি রাফার জন্য। কারণ আজ গনিখান সাহেব আমাদের মধ্যে নেই। কিন্তু ছোট্ট রাফা তার সুরের মাধ্যমে মালদার নাম গোটা দেশের কাছে গর্বিত করেছে। রাফাকে আমরা সম্বর্ধনা দিয়েছি।’
মন্ত্রী আরো বক্তব্য যে, ‘৩১ জানুয়ারি মালদায় সভা করতে আসছেন রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা রাফাকে সংবর্ধনা মুখ্যমন্ত্রীর হাত দিয়ে দেওয়ানোর উদ্যোগ নিয়েছি। রাফার ভবিষ্যতে যে কোন সহযোগিতার ক্ষেত্রে রাজ্য সরকার তার পাশে রয়েছে।’

এদিন মন্ত্রী হাত থেকে সম্বর্ধনা পেয়ে খুদে শিল্পী রাফাই ইয়াসমিন বলেন, ‘লিটিল চ্যাম্পে ষষ্ঠ স্থান অধিকার করলেও মানুষের এত সারা এবং ভালোবাসা পাবো তা আমি ভাবতেও পারে নি। সবাই আমাকে সাহায্য করেছে বলে আমি এত বড় জায়গায় আসতে পেরেছি। অনেকেই আসছেন, আমাকে আশীর্বাদ করছেন। আমার এখন একটাই লক্ষ্য বলিউডের গায়িকা হওয়ার।’

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Rafa yeasmin saregama little champs return to malda from mumbai