BREAKING: হরিয়ানায় ব্রাজিলিয়ান মডেলের ২২বার ভোট? 'বোমা' ফাটালেন রাহুল গান্ধী

কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বুধবার এক সাংবাদিক সম্মেলনে বিস্ফোরক দাবি করে জানান, এক ব্রাজিলিয়ান মডেলের ছবি ব্যবহার করে অন্তত ২২ বার ভোট দেওয়া হয়েছে।

কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বুধবার এক সাংবাদিক সম্মেলনে বিস্ফোরক দাবি করে জানান, এক ব্রাজিলিয়ান মডেলের ছবি ব্যবহার করে অন্তত ২২ বার ভোট দেওয়া হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
রাহুল গান্ধী, হরিয়ানা নির্বাচন, ভোট জালিয়াতি, Brazilian model voting, Haryana election fraud, Rahul Gandhi press conference, এইচ ফাইলস, কংগ্রেস বনাম নির্বাচন কমিশন, fake voters in Haryana, রাহুল গান্ধীর অভিযোগ

রাহুলের 'বিস্ফোরক' দাবিতে তোলপাড়

হরিয়ানার বিধানসভা নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বুধবার এক সাংবাদিক সম্মেলনে বিস্ফোরক দাবি করে জানান, এক ব্রাজিলিয়ান মডেলের ছবি ব্যবহার করে অন্তত ২২ বার ভোট দেওয়া হয়েছে। রাহুলের অভিযোগ, ওই মডেলের ছবি সীমা, সরস্বতী, বিমলা প্রভৃতি বিভিন্ন নামে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছিল এবং একাধিক কেন্দ্র থেকে ভোট পড়েছে।

Advertisment

তোলপাড় দেশ 

রাহুল গান্ধীর দাবি, “এই রহস্যময়ী মহিলা হরিয়ানার বিভিন্ন ভোটকেন্দ্রে ২২ বার ভোট দিয়েছেন। কিছু বুথে একই ছবির সঙ্গে ভিন্ন ভিন্ন নাম দেখা গেছে— যেমন সীমা, সরস্বতী এবং বিমলা। আমাদের দল ১০টি বুথে একই ছবি ও আলাদা নাম দেখে বিস্মিত হয়েছে।”

তিনি আরও বলেন, “এই মহিলা আসলে একজন ব্রাজিলিয়ান মডেল। তাঁর ছবিকে ব্যবহার করে জাল ভোটার আইডি তৈরি করা হয়েছে এবং সেই জাল আইডির সাহায্যে বাইশটি স্থানে ভোট দেওয়া হয়েছে।”

Advertisment

কী অভিযোগ? 

রাহুলের অভিযোগ, এই ঘটনা শুধু একটি উদাহরণ। তাঁর দাবি অনুযায়ী, হরিয়ানার ভোটার তালিকায় অন্তত ২৫ লক্ষ জাল ভোটার অন্তর্ভুক্ত, যা রাজ্যের মোট ভোটারের প্রায় ১২ শতাংশ। তাঁর কথায়, “আমাদের কাছে প্রমাণ আছে যে হরিয়ানায় ২৫ লক্ষ জাল ভোট পড়েছে। অর্থাৎ, প্রতি আটজন ভোটারের মধ্যে একজন জাল। তবুও কংগ্রেস মাত্র ২৫,০০০ ভোটে পরাজিত হয়েছে।”

রাহুল গান্ধী (rahul gandhi) আরও জানান, এই তথ্য তাঁর হাতে থাকা তথাকথিত ‘এইচ ফাইলস’ থেকে উঠে এসেছে। তিনি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এবং অভিযোগ করেন যে “পরিকল্পিতভাবে পদ্ধতিগত কারসাজির মাধ্যমে কংগ্রেসের জয়কে পরাজয়ে রূপান্তর করা হয়েছে।”

এই অভিযোগ সামনে আসতেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। নির্বাচন কমিশনের (election commission) পক্ষ থেকে এই অভিযোগের বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

রাহুল গান্ধী অভিযোগ করেছেন যে হরিয়ানায় ২৫ লক্ষ ভোট চুরি হয়েছে। তিনি দাবি করেছেন, ৫২১,০০০-এরও বেশি নকল ভোটার পাওয়া গেছে।চুরি হওয়া ২৫ লক্ষ ভোটের অর্থ হল প্রতি আটজন ভোটারের মধ্যে একজন জাল। এই কারণেই কংগ্রেস সেখানে হেরেছে। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন বিহারের ক্ষেত্রেও এমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। 

তিনি বলেন, “আমি ভারতের তরুণদের বলছি — এটা শুধুমাত্র একটি রাজ্য বা নির্বাচন নয়, এটি ভারতের গণতন্ত্রের ভবিষ্যতের প্রশ্ন। আমরা ১০০% প্রমাণসহ বলছি, কংগ্রেসের সম্ভাব্য জয়কে পরাজয়ে পরিণত করার জন্য গভীর ষড়যন্ত্র করা হয়েছে।” রাহুল আরও বলেন, “আমাদের হাতে এমন তথ্য রয়েছে যেখানে একজন মহিলা দুটি ভোটকেন্দ্রে ২২৩ বার ভোট দিয়েছেন। নির্বাচন কমিশনের উচিত এ বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দেওয়া যে তিনি কতবার ভোট দিতে পেরেছেন। এটা শুধু নির্বাচনী জালিয়াতি নয়, এটা ভারতের গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত।”

আরও পড়ুন- বাংলায় SIR-এর মাঝেই 'হাইড্রোজেন বোমা' রাহুলের, ২৫ লক্ষ ভুয়ো ভোটার? তোলপাড় ফেলা দাবি

 উত্তর প্রদেশের মির্জাপুরে ভয়াবহ রেল দুর্ঘটনা, হাওড়া–কালকা মেলের ধাক্কায় মৃত ৬ পুণ্যার্থী

 আপনিও কি এই রাশির জাতক? চন্দ্র গোচরে আপনার জীবনে আসতে চলেছে নতুন ভোর, আনন্দে ভরে উঠবে জীবন

 নিরাপদ বিনিয়োগে পান গ্যারান্টি রিটার্ন, পোস্ট অফিসের এই স্কিমগুলির সুবিধা জানলে মাথা ঘুরে যাবে

ফের একবার সুনামি বেগে কমল সোনার দাম, বিয়ের সিজনে গ্রাহকদের মুখে চওড়া হাসির ঝলক

নভেম্বরের শুরুতেই পারদপতন, বঙ্গে শীতের আমেজ, ফের বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায়

অনুরাধা নক্ষত্রে সূর্যের গোচর, এই রাশির জাতকদের জীবনে এখন শুধুই সাফল্য, দূর হবে অর্থকষ্ট

ধার-দেনা পারিবারিক অশান্তিতে জর্জরিত? দিক বদল করুন আয়নার, ৯৯% মানুষই জানেন না সঠিক স্থান

election commission rahul gandhi